অর্ন্তর্বতীকালনি সরকাররে অধীনইে আগামী নর্বিাচন হবে:লালমোহনে তোফায়লে আহমদে।

প্রথম পাতা » প্রধান সংবাদ » অর্ন্তর্বতীকালনি সরকাররে অধীনইে আগামী নর্বিাচন হবে:লালমোহনে তোফায়লে আহমদে।
রবিবার, ৬ আগস্ট ২০১৭



---

মোঃ আমজাদ হোসেন ।।ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি: অন্তর্বর্তীকালিন সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর এতে কোন দ্বিধা নেই,বিএনপি যতই পায়তারা করুক না কেন তাদের কোন উদ্দেশ্যে সফল হবে না ভোলার লালমোহনে দীর্ঘদিনের প্রতিক্ষিত লঞ্চঘাটের উপর গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।আজ ৫ই আগষ্ট শনিবার বিকাল ৪টায় লালমোহন উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের চৌরাস্তার মোড়ে আয়োজিত পথ সভায় হাজার হাজার লোক উপস্থিত হন ।

---

সভা উদ্বোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন।বিশেষ অতিথি ডাঃ মোঃ হাবিবে মিল্লাত(মুন্না) এমপি। লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভোলা-৩, লালমোহন ও তজুমদ্দিনের সংসদ সসদ্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সভাপতিত্বে উক্ত পথ সভায় প্রধান অতিথি তোফায়েল আহমেদ আরও বলেন গত বিএনপির আমলে এই লালমোহনে তৎকালীন সংসদ মেজর হাফিজের নেতৃত্বে আমার উপর হামলা সহ বহু নেতা কর্মী ও মা বোনের ইজ্জত নষ্ট করেছে। ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ বলেন আগামী জাতীয় নির্বাচনে আমি ও তোফায়েল আহমেদ জননেত্রী শেখ হাসিনার কাছে শুপারিশ করলে ভোলা-৩ আসনে শাওন নমিনেশন পাবে বলে আমি বিশ্বাস করি। তিনি নৌকাকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।তিনি বলেন এই শাওনের কতো বড়ো আত্মা এবং উনি কতো বড়ো লিডার সেটা তাঁর আজকের এই জনসভায় বোঝা যায়।

---

সভাপতির ভাষনে এমপি শাওন বলেন আমি এরই মধ্যে জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে লালমোহন ও তজুমদ্দিন মে মডেল উপজেলায় রুপান্তরিত করেছি। নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য প্রায় ১হাজার কোটি টাকা বরাদ্ব করেছি যার কাজ চলমান আছে। এছাড়াও প্রায় ৭ শত কোটি টাকার প্রকল্প একনেক সভায় পাশের অপেক্ষায় আছে। আগামী জাতীয় নির্বাচনে প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় নমিনশেন দিলে আমি বিপুল ভোটে বিজয় লাভ করে প্রধান মন্ত্যীকে এই আসন উপহার দিতে পারব ইনশাল্লাহ্। পথসভার পূর্বে মন্ত্রী মহোদয় লঞ্চঘানটের উপর গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১০:০৮:৫৯   ১৬৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ