বার্সা ছেড়ে অবশেষে পিএসজিতে নেইমার

প্রথম পাতা » খেলাধূলা » বার্সা ছেড়ে অবশেষে পিএসজিতে নেইমার
শনিবার, ৫ আগস্ট ২০১৭



---।।ভোলাবাণী।। একই জাহাজে দুই কাপ্তান থাকতে পারে না। সান্তোস থেকে নেইমারের বার্সেলোনায় আসা নিয়ে জ্যোতিষীর মত কথাটা বলেছিলেন ইয়োহান ক্রুইফ। আজ পৃথীবিতে নেই ডাচ কিংবদন্তি। কিন্তু চার বছর পর তার বাণীই সত্যিই প্রমাণিত হলো। অনেক নাটকীয়তা শেষে ২০ কোটি পাউন্ডের বিনিময়ে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে পাঁচ বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজি-তে যোগ দিলেন নেইমার। গতকাল শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে তাকে পিএসজির ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।

ফরাসি ক্লাবটিতে প্রতি সপ্তাহে নেইমার বেতন পাবেন ৮ লাখ ৬৫ হাজার ইউরো। প্রতি বছর ব্রাজিল তারকার বেতন হবে সাড়ে চার কোটি ইউরো। তাই সবকিছু মিলিয়ে পিএসজির ব্যয় পৌঁছে যাবে ৪০ কোটি পাউন্ডে। এছাড়া ‘সাইনিং বোনাস’ হিসেবে নেইমার পাবেন চার কোটি ইউরো। পিএসজি বোর্ডের মালিকানাধীন যত হোটেল আছে, তার আয় থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন ব্রাজিলিয়ান তারকা। পাশাপাশি যখন-তখন ব্রাজিলে যাওয়ার একটি ব্যক্তিগত জেটবিমান থাকছে তার জন্য।

নেইমারের প্যারিস যাত্রা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল গত বুধবারই। সেদিন সকালে দলের সঙ্গে অনুশীলন করার কথা ছিল তার। কিন্তু ভবিষ্যত্ ট্রান্সফার নিয়ে আলোচনার জন্য বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে তাকে অনুশীলন না করার অনুমতি দেন।

একাটি নীল রঙ্গের গাড়িতে করে বার্সার অনুশীলন ক্যাম্পেসেছিলেন নেইমার। চলে যাচ্ছেন এই বার্তা দেয়ার জন্য তিনি প্রথমে ভালভার্দের অফিসে যান। বার্সা কোচ তাকে অনুশীলন না করে ভবিষ্যত্ ট্রান্সফারের কার্যক্রম সম্পন্ন করার অনুমতি দেন। এরপর সতীর্থদের বিদায় জানাতে ড্রেসিং রুমে যান ব্রাজিলিয়ান তারকা। একে একে সবাইকে আলিঙ্গন করে বিদায় জানান তিনি।

কিছুটা জটিলতা সৃষ্টি হয় পরের দিন বৃহস্পতিবার। পিএসজি উয়েফার ‘ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’ নীতিমালা ভঙ্গ করেছে- এই দোহাই তুলে নেইমারের ‘বাই আউট ক্লজ’র ২০ কোটি পাউন্ড গ্রহণ করতে অস্বীকৃতি জানায় লা লিগা কতৃপক্ষ। যার সমালোচনা করে চাপ দিতে থাকে ফরাসি লিগ কর্তৃপক্ষও। লা লিগা কর্তৃপক্ষের প্রত্যাখ্যানের আইনগত কোন ভিত্তি না থাকায় পরে সরাসরি বার্সেলোনাকে পুরো অর্থ প্রদান করে পিএসজি। ফলে আনুষ্ঠানিকভাবে নেইমারের সঙ্গে চুক্তির বাধা অপসারিত হয়ে যায়।

গতকাল সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি পিএসজি-কে নিয়ে নতুন ইতিহাস লিখতে চাই। এটাই এখানে আসার একমাত্র কারণ। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সবচেয়ে বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ জয়। কিন্তু আমি অন্য ট্রফিগুলোও চাই।’

গণমাধ্যমে গুঞ্জন রয়েছে তার পিএসজি-তে আসার সবচেয়ে বড় কারণ লিওনেল মেসি ছায়া থেকে বেরিয়ে আসা। কিন্তু নেইমার বলেন, ‘ বরং এর উল্টোটাই সত্য। আমার বার্সেলোনায় আসার অন্যতম কারণ ছিলেন তিনি। তার সঙ্গে সব সময় খেলতে চেয়েছি। তিনি ছিলেন আমার আদর্শ। আমি মেসির প্রতি কৃতজ্ঞ কারণ তিনি আমাকে খুব উষ্ণভাবে বার্সায় স্বাগত জানিয়েছেন। তার কাছ থেকে যা শিখেছি, তার প্রতিদান আমি দিতে পারব না। কিন্তু এখন আমি পিএসজি-তে। এখানকার সতীর্থদের সঙ্গে খেলে শিরোপা জিততে চাই।’ বিবিসি

বাংলাদেশ সময়: ১০:১৬:৪১   ২৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ