রাজশাহীর প্রধান ভরসা ‘মুশফিক’

প্রথম পাতা » খেলাধূলা » রাজশাহীর প্রধান ভরসা ‘মুশফিক’
মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭



---

।।ভোলাবাণী।। নতুন দল হিসেবে গত বিপিএল আসরে যাত্রা শুরু করেই সবাইকে চমকে দিয়েছিল রাজশাহী কিংস। দুর্দান্ত খেলে ফাইনালে উঠলেও অল্পের জন্য শিরোপা তুলে ধরতে পারেনি রাজশাহী। কিন্তু মাঠ এবং মাঠের বাইরের পারফরম্যান্স দিয়ে রাজশাহী কিংস মন ভরিয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

সব বাধা-বিপত্তি পেরিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে রাজশাহী এগিয়ে গেছে দুর্বার গতিতে। অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ মিশেল ছিল দলটি সেবার। এবারও তাই শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে রাজশাহী।

এই স্বপ্নে নতুন মাত্রা যোগ করেছেন মুশফিকুর রহীম। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বিপিএলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের একজন। ৪২ ম্যাচে তাঁর মোট রান ১১৭২, যা বিপিএলের যেকোনো ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। গত আসরেও দুর্দান্ত ফর্মে থাকা মুশফিক সবচেয়ে বেশি রান করা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় ছিলেন।

প্রায় এক যুগ ধরে বাংলাদেশ জাতীয় দলের মিডল অর্ডারের প্রধান ভরসা হয়ে আছেন মুশফিক। বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তিও তার। সব মিলিয়ে টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা ৫টি, ওয়ানডেতে শতক ৪টি। টি-টোয়েন্টিতেও প্রতিপক্ষকে কোণঠাসা করে দেয়ার দারুণ ক্ষমতা আছে তার।

ক্রিকেটের নবীন এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট ১২৪.৪, যা মুশফিকের ঝড়ো ব্যাটিং সামর্থ্যেরই ইঙ্গিত দেয়। বিপিএল ছাড়াও পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়েও খেলেছেন তিনি।

শুধু ব্যাটিংই নয়, জাতীয় দল ও ক্লাবের হয়ে উইকেটের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিক। দেশের সবচেয়ে সফল উইকেটকিপারকে দলে পাওয়া রাজশাহীর জন্য পরম প্রাপ্তির। সব পরিস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া মুশফিক বিপিএলে ‘গেম চেঞ্জার’ হিসেবেই কাজ করবেন। রাজশাহী কিংস তার জাদুকরী পারফরম্যান্সে ভর করে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর।

রাজশাহী কিংসের অন্যতম পৃষ্ঠপোষক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি দলে মুশফিকুর রহীমের অন্তর্ভুক্তি সম্পর্কে বলেন, ‘মুশফিককে আমি রাজশাহী কিংসে স্বাগত জানাই। নিঃসন্দেহে মুশফিক সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটারদের একজন এবং রাজশাহী কিংসে তার অন্তর্ভুক্তিতে আমরা অন্য যেকোনো দলকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখি। লাখো রাজশাহী কিংস ভক্তদের সাথে আমিও মুশফিকের নির্ভীক ব্যাটিং এবং উইকেটের পেছনের দক্ষতা দেখার অপেক্ষায় রইলাম।’

বাংলাদেশ সময়: ২১:৫৮:৫২   ৭৫২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ