বর্তমান সরকারের আমলে মানুষ সমাজে সুখে শান্তিতে বসসাস করছে কোন হানাহানি, হামলা- মামলা নেই - এমপি মুকুল

প্রথম পাতা » প্রধান সংবাদ » বর্তমান সরকারের আমলে মানুষ সমাজে সুখে শান্তিতে বসসাস করছে কোন হানাহানি, হামলা- মামলা নেই - এমপি মুকুল
বুধবার, ১৯ জুলাই ২০১৭



---আবদুল মালেক।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিনে মৎস্য সপ্তাহ - ২০১৭ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘‘ মাছচাষে গড়বো দেশ, বদলে দেবে বাংলাদেশে’’ এ স্লোগান কে সামনে রেখে বুধবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় পৌর শহরের গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে উপজেলা জামে মসজিদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তি করণ করেন। এর পর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূসের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
এমপি মুকুল তার বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। দেশ মধ্যে আয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়েত দেশ-বিদেশে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরোও বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে ধারাবাহিক ভাবে সফল ভাবে দেশ পরিচালান করছে। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু, বায়রা বন্দর সহ বড় বড় প্রকল্পের নানা উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন।
বর্তমান সরকারের আমলে মানুষ সমাজে সুখে শান্তিতে বসসাস করছে কোন হানাহানি, মারামারি, হামলা- মামলা নেই। ২০১৫ সালে বিএনপি-জামায়েত অবরোধ দিয়ে নিরহ মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সবাইকে সর্তক থাকতে হবে আর কোন দিন তারা যেনো এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটাতে না পারে। বিএনপি-জামায়েতের আমলে রাস্তা ঘাট না করেই বিল করে টাকা লুটপাট করা হতো। এখন আর এসকল অনিময় হয় না। সে যেই হউক কাজ করে বিল নিতে হবে। নতুবা বিল বন্ধ করে দেয়ার নির্দেশ রয়েছে বলে তিনি জানান। এসময় তিনি জেলেদের উদ্যেশে বলেন, সরকারের নেয়া নিষেধাজ্ঞা মেনে চললে তাতে আপনারাই মাছের ভরা মৌসুমে সুফল পাবে বলে জানান। সবাইকে একটু সচেতন হয়ে সরকারের নেয়া উদ্যোগ গুলো বাস্তবায়ন করার জন্য পরামর্শ মূলক নিদের্শনা দেন তিনি।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন, থানা ইন-চার্জ মো: শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ. এম. নাজমুস সালেহীন, মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্লাহ, কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, পৌর কাউন্সিলর মো: ইউসুব, ছাত্রলীগ সভাপতি মো: নজরুল ইসলাম প্রমূখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, মৎস্য কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, মৎস্য জীবি নেতৃবৃন্দ ও জেলে বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২০   ১৬৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ