গণঅভ্যুত্থানে শহীদ মতিউর রহমানের বাবা আজাহার আলী মল্লিকের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

প্রথম পাতা » জাতীয় » গণঅভ্যুত্থানে শহীদ মতিউর রহমানের বাবা আজাহার আলী মল্লিকের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ
মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭



---

।।ভোলাবাণী।। ঊনসত্তরের মহান গণঅভ্যুত্থানে শহীদ মতিউর রহমানের বাবা আজাহার আলী মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ঊনসত্তরের গণআন্দোলনের অন্যতম এই সংগঠক মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় উত্তরায় একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন আজাহার আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, ১৯৬৯-এর ২৪ জানুয়ারি মহান মুক্তিযুদ্ধের ড্রেস রিহার্সাল খ্যাত ঊনসত্তরের গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যেদিন মতিউর শহীদ হন, সেদিন প্রাণপ্রিয় ছেলের মৃতদেহের পাশে দাঁড়িয়ে আজাহার আলী মল্লিক বিক্ষুব্ধ জনতার উদ্দেশে নির্ভীক চিত্তে বলেছিলেন ‘আমার ছেলে শহীদ হয়েছে-দুঃখ নাই, কিন্তু শহীদের রক্ত যেন বৃথা না যায়।’ প্রকৃতপক্ষে শহীদ মতিউরের রক্ত বৃথা যায় নাই। বাংলার মানুষ গণআন্দোলন গড়ে তুলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার, বঙ্গবন্ধুসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তি ও স্বৈরশাসক আইয়ুব খানকে পদত্যাগে বাধ্য করেছিলেন।

মতিউরের বাবা আজাহার আলী মল্লিক দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর পেয়েই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ হাসপাতালে ছুটে যান এবং উপস্থিত পরিবারের সদস্যদের সান্তনা দেন।

আজ বাদ জোহর উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গণঅভ্যুত্থানের নেতা মো. সামশুজ্জোহা এবং মোস্তফা জামাল হায়দার উপস্থিত ছিলেন। গোপীবাগ কবরস্থানে শহীদ মতিউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ২০:১১:০৭   ৩০৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ