নাসিক নির্বাচন: চলছে শেষ দিনের প্রচারণা

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » নাসিক নির্বাচন: চলছে শেষ দিনের প্রচারণা
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬



---ভোলা বাণী: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের শেষ দিনের প্রচারণা চলছে। মঙ্গলবার সকাল থেকে দুই প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

এদিন সকাল সাড়ে ৯ টায় আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ১৬ নং ওয়ার্ডে অবস্থিত তার নিজ বাড়ির সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

তিনি দেওভোগ, বাবুরাইল, বেপারীপাড়া হয়ে সতের নং ওয়ার্ডের জল্লারপাড়া, নয়াপাড়া, পাইকপাড়া এলাকায় প্রচারণা চালাবেন। প্রায় একই সময়ে ১৭নং ওয়ার্ডের জল্লারপাড়া এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি ১৭ ও ১৮ নং ওয়ার্ডে প্রচারণা চালাবেন।

ডাঃ সেলিনা হায়াৎ আইভী নির্বাচনী প্রচারণায় বলেন, আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমি জনগণের কাছে ভোট প্রার্থনা করি।

অন্যদিকে এডভোকেট সাখাওয়াৎ হোসেন তার নির্বাচনী প্রচারণায় আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়ে বলেন, এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন প্রয়োজন।

নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ১৯ ডিসেম্বর রাত বারোটা থেকে নারায়ণগঞ্জে বহিরাগতদের অবস্থান ও আগমন নিষিদ্ধ করা হয়েছে। নাসিক এলাকায় বাস, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাত বারোটা থেকে নাসিক নির্বাচনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। ২২ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯:০৪:০১   ১১৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ