জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ এর খসড়া জনসম্মুখে প্রকাশ করার আহ্বান বনপা’র

প্রথম পাতা » ভোলার মিডিয়া » জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ এর খসড়া জনসম্মুখে প্রকাশ করার আহ্বান বনপা’র
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭



---

।।ভোলাবাণী।। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ এর খসড়া নীতিমালা অচিরেই জনসম্মুখে প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঐতিহ্যবাহি তৃর্ণমুল পর্যায়ের নিউজ পোর্টাল মালিকদের সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন - বনপা’র সাধারণ সম্পাদক এএইচএম রোকমুনুর জামান রনি। ৬ জুলাই বৃহস্পতিবার ঢাকায় বনানীতে নিউজ ২১ বিডি আয়োজিত “প্রস্তাবিত অনলাইন গনমাধ্যম ও নীতিমালা বাস্তবতা” শীর্ষক মুক্ত অালোচনা সভা আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

তিনি আরো বলেন প্রিন্ট মিডিয়ার মত অনলাইন মিডিয়াকে ও সকল বিষয়ে একই রকম সরকারি সুযোগ সুবিধা দিতে হবে। এক দেশে প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার জন্য বৈষম্যে নীতি সরকারের কাছ থেকে বনপা’র সদস্য সহ সকল অনলাইন মিডিয়ার কর্মীরা আশা করেন না। বিভিন্ন অনলাইন গনমাধ্যম এর সংবাদের মাধ্যমে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান অনলাইন গণমাধ্যমের খসড়া নীতিমালা অনলাইন মিডিয়া বান্ধব হবে। কিন্তু দেশের তৃর্ণমুল পর্যায়ের নিউজ পোর্টাল মালিকরা আমরা এতে দ্বিমত পোষণ করছি। কারণ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ এর খসড়া নীতিমালায় প্রকৃত অনলাইন গনমাধ্যমের প্রতি বৈষম্যনীতি চাপিয়ে দেয়া হচ্ছে। তাই অনলাইন গণমাধ্যমের খসড়া নীতিমালার কপি হাতে পাওয়ার পর আবারও আমাদের পরবর্তী করণীয় ঘোষণা করবেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন। ২০১২ সালের ন্যায় সকল অনলাইন নিউজ পোর্টাল মালিকদের একিভূত সমর্থন নিয়ে অগ্রসর হবেন অনলাইন মিডিয়ার স্বার্থে।

২০১২ সালে তথ্যমন্ত্রণালয় অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য একটি সার্কুলার জারি করে । তাতে উল্লেখ করা হয়, নিবন্ধিত হতে হলে ৫ লক্ষ টাকা জামানত বাবদ ও ৫০ হাজার টাকা রেজিষ্ট্রেশন ফি বাবদ প্রদান করতে হবে। এই সার্কুলারের বিরুদ্ধে ক্ষোভে ফেঁটে পড়েন নিউজ পোর্টাল মালিকরা । এর প্রতিবাদে আন্দোলনের ডাক দেন শামসুল আলম স্বপন । একই সালের ১৫ অক্টোবর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ওই সার্কুলারের বিরুদ্ধে বড় ধরনের সমাবেশ ঘটান ।

৭ বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ তথ্যমন্ত্রণালয়ের সার্কুলার বাতিল করে বিনামূল্যে নিউজ পোর্টাল নিবন্ধনের দাবী জানিয়ে যুপোযুগি গঠনমূলক বক্তব্য রাখেন । তাতে নিউজ পোর্টাল মালিকরা একমত হয়ে সমর্থন দেয় । তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র উপস্থিতিতেই বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা নামে সংগঠনের আত্মপ্রকাশ করে। তথ্যমন্ত্রণালয়ের সার্কুলারের বিরুদ্ধে পোর্টাল মালিকদের কঠোর মনোভাব লক্ষ্য করে তথ্যমন্ত্রী তাৎক্ষনিক ভাবে ওই সার্কুলার বাতিলের ঘোষণা দেন।

পরবর্তীতে তথ্যমন্ত্রী দুটি কমিটি গঠন করেন অনলাইন নীতিমালা বাস্তবায়ন করার জন্য। সরকার গঠিত দুটি কমিটিতে বনপা’র সভাপতি শামসুল আলম স্বপনকে সদস্য করা হয়। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় গত ১৯ জুন ২০১৭ জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে নীতিগত ভাবে পাশ করা হয়েছে “জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭” এতে নিউজ পোর্টাল মালিকদের মতামত প্রতিফলিত হয়নি বলে নিউজ পোর্টাল মালিকরা দাবি করেন ।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩৫   ১৮৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলার মিডিয়া’র আরও খবর


ভোলার সংবাদিক ও শুভানুধায়ীদের পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিওজেএ নেতৃবৃন্দ
ভোলায় পিআইবির আয়োজনে সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলায় আনন্দ টিভি’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন
ভোলায় জমকালো আয়োজনে তরঙ্গ নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তজুমদ্দিনে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এশিয়ান টিভির ১১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।
লিটন সভাপতি,দুলাল সম্পাদক বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা কমিটি গঠন
সভাপতি নোমান সিকদার , সাধারণ সম্পাদক মিজান নয়নবাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন চরফ্যাশন উপজেলা কমিটি গঠন
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন
ভোলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওর মতবিনিময়

আর্কাইভ