বুধবার, ৫ জুলাই ২০১৭

বোরহানউদ্দিন উপজেলার সকল স্কুল ও মাদ্রাসা একই প্রশ্নে অর্ধ বার্ষিক পরিক্ষা

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিন উপজেলার সকল স্কুল ও মাদ্রাসা একই প্রশ্নে অর্ধ বার্ষিক পরিক্ষা
বুধবার, ৫ জুলাই ২০১৭



---

আবদুল মালেক।।ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
শিক্ষার মান উন্নয়নে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস এক নতুন উদ্যোগ হাতে নিয়েছে। উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৬ষ্ট শ্রেণী হতে দশম শ্রেণীর অর্ধ বার্ষিক পরিক্ষা একই প্রশ্নে বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রশ্ন পত্র নিজ তত্বাবধানে সৃজনশীল পদ্ধতিতে এ প্রশ্ন পত্র তৈরি করেন তিনি। বুধবার সকালে নির্বাহি অফিসারের কার্যালয় এ প্রশ্ন পত্র প্রতিষ্ঠান প্রধানদের হাতে হস্তান্তর করেন তিনি। এসময় একাডেমিক সুপার ভাইজার আয়শা সিদ্দিকা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: বশির আহমেদ ও সম্পাদক বশির উল্লাহ প্রমূখ সহ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন। ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১১,১০০ জন ও ৩৪ টি মাদ্রাসার শিক্ষার্থী ৮,৯১৬ জনের জন্য প্রায় ২ লক্ষ ২৪ হাজার সেট প্রশ্ন পত্র তৈরি করেন। এ ভাবে প্রশ্ন করার মূল্য লক্ষ্য হচ্ছে কোচিং বাণিজ্য বন্ধ এবং নোট গাইড থেকে শিক্ষার্থীদের বিরত রাখা। এছাড়া এ প্রশ্ন পত্র ফাঁস হলে প্রতিটি প্রতিষ্ঠান প্রধানদের ২ লক্ষ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস জানান, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য এ উদ্যোগ নিয়েছি। এতে করে শিক্ষার্থীরা পাঠ্যবস্তুর উপর গুরুত্ব দেবে ও বাস্তব শিক্ষা লাভ করতে পারবে এবং ভবিষ্যৎতে এ শিক্ষাকে কাজে লাগাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ছবি: সংযুক্ত: প্রশ্ন পত্র তুলে প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দিচ্ছেন নির্বাহি অফিসার মো: আ: কুদদূস।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২২   ৪৯৮ বার পঠিত  |