শেষ মুহুর্তে জমজমাট ভোলার ঈদের বাজার, ক্রেতাদের ভীড়

প্রথম পাতা » প্রধান সংবাদ » শেষ মুহুর্তে জমজমাট ভোলার ঈদের বাজার, ক্রেতাদের ভীড়
বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭



---আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।
আর মাত্র কদিন পরই মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে কুশাল, খানসা, আবগজেব, কাশমিরি, সুলতান, বিবা কালেকশন, পার্টি পাঞ্জাবি, সামছিসহ নানা নামের পুরুষের পাঞ্জাবিরও আর বাহারি পোশাকের সাজ সজ্জা শোভা পাচ্ছে দোকানে, সপিং মলে ও মার্কেটে মার্কের স্টোরগুলোতে। নারীদের জন্য ফোর টার্চ, গ্রাউন, আনারকলি, মাসাজাকালি, লেহেঙ্গা, আফসানা ও উরকে চলেসহ বাহারি সব নামের থ্রি-পিস রয়েছে রকমারি নাম। ছোট-বড় এসব বিপনী বিতান এখন ক্রেতা-বিক্রেতাদের সরগরমে মুখরিত। সকাল থেকে গভীর রাত পর্যান্ত বিরতিহীনভাবে চলছে কেনা-বেচা।
তবে পন্যের দাম অনেকটা ক্রয় ক্ষমতার বাইরে বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, দেশী ও বিদেশী পন্যের চাহিদা একই রকম বেশী থাকায় সাধ্যের মধ্যেই জামা-কাপড় কিনছেন ক্রেতারা।
এদিকে, ঈদের বাজারে পছন্দের পোশাকের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকালেও পছন্দের পোশাককেই গুরুত্ব দিচ্ছেন কেউ কেউ। অনেকেই আবার দাম যাচাই করে পন্য কিনছেন।
ভোলা শহরের জিয়া সুপার, জাহাঙ্গির প্লাজা, নবারুন সেন্টার, চক বাজার, বঙ্গবাজার, কে জাহান, আমেনা প্লাজা, চৌধূরী প্লাজা, রানী প্লাজা, ও বাংলাস্কুল মোড় এলাকার মার্কেট ঘুরে দেখা গেছে, দোকানে দোকানে ক্রেতাদের ভীড়। শেষ মুহুর্তে এসব দোকানের কেনা-বেচা বহুগুনে বেড়ে গেছে।
দোকানগুলোতে ভারতীয় পোশাকের পাশাপাশি ব্যাপক হারে বিক্রি হচ্ছে দেশীয় পোশাক। বাহারী নামের ও রংয়ের পোশাকে যেন জমজমাট ভোলার ঈদের বাজার।
মার্কেটে মার্কেটে এখন তৈরী পোশাকের দোকানে ক্রেতা-বিক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভীড়। পন্য বিক্রি করে ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারা খুশি। তবে বিগত বছরের তুলনায় এ বছর পোশাকের দাম বেশী থাকায় মধ্য ও নি¤œ আয়ের পরিবারগুলো পড়েছেন বিপাকে। তবুও সাধ আর সাধ্যের মধ্যেই পন্য কিনতে ভীড় জমাচ্ছেন দোকানে দোকানে দোকানে।
ঈদ মার্কেট করতে আসা সমাজ সেবক শফিকুল ইসলাম বলেন, ছেলে মেয়েদের জন্য পাঞ্জাবী, সার্ট, প্যান্ট, জুতা এবং স্ত্রীর জন্য শাড়ি, থ্রি-পিস কিনেছি। নিজের জন্যও সার্ট এবং জুতা কিনেছি।
কিন্তু জিনিস পত্রের দাম এতো বেশী, যা পেপার-পত্রিকা আর টিভির সাথে তুলনা করলে দেখা যাবে সারা দেশের চেয়ে ভোলা জেলাতে প্রতিটি মার্কেটের প্রতিটি দোকানে জামা-কাপড়ের দাম অনেক বেশী।
পন্য কিনতে আসার ক্রেতা কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ভোলার মার্কেট জমে উঠেছে, মানুষজন ভালোভাবে ঈদ পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরাও কেনাকাটা করতে মার্কেটে এসেছি।
ঈদ মার্কেট সম্পর্কে বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এম শাহরিয়ার জিলন বলেন, গত বছরের তুলানায় এবার ঈদ মার্কেটের অবস্থা খুবই খারাপ, তাছাড়া মুশলধারে বৃষ্টি হওয়াতে ক্রেতারা ঠিকমত মার্কেটে আসতে পারছেনা। বিক্রেতাদের কেনা-বেচাও তুলনামূলক খুবই কম। তারপরেও ঈদ পালন করতে হবে, তাই সাধ্যের মধ্যেই পন্য কিনতে এসেছি।
ক্রেতা আনিছুর রহমান মজগুনী বলেন, মার্কেটের পন্যের দাম খুবই বেশী, আমরা যারা মধ্যবৃত্ত আছি তাদের কাছে পন্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে। সামনে ঈদ তাই নতুন জামা-কাপড় তো কিনতেই হবে।
পোশাক কিনতে আসা এক তরুনী সানজিদা হোসেন জানান, বাজেটের বাইরে দাম থাকলেও এবার ঈদে পাকিস্তানী লোন ও কিরন মালা কিনেছি।
আরেক তরুনী বলেন, মার্কেট ঘুরে পন্য দেখছি, কিন্তু এখনও পছন্দ হয়নি। পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনবো।
গৃহিনী প্রিয়া বলেন, ঈদ সবার জন্যই আনন্দ বয়ে আনে। প্রতি বারের মত এ বছরও ঈদ মার্কেট করতে এসেছি, পরিবারের সকলের জন্য নতুন পোশাক কিনবো।
ঈদ মার্কেট করতে আসা এক গৃহিনী জানান, মা ও শাশুরির জন্য শাড়ি কিনেছি, শশুরের জন্য পাঞ্জাবি এবং বাবার জন্য সার্ট পিস পেন্ট পিস কিনেছি। বাচ্চাদের জন্য নতুন পোশাক কিনছি। প্রতি বছরের চেয়ে এবছর বাজার দাম একটু বেশী মনে হচ্ছে।
শহরের জিয়া সুপার মার্কেটের চাদনী ফ্যাশনের মালিক মো: বাচ্ছু জানান, ঈদ মার্কে জমে উঠেছে। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত কেনা-বেচা চলছে। মার্কেটে নতুন পন্যের আমদানী থাকায় ক্রেতাদের আগ্রহ অনেক বেশী।
এদিকে, রেডিমেট তৈরী পোশাকের মতই ভীড় কসমেটিকস, জুতা, টুপি আর ফুটপাতের দোকানগুলোতেও। এসব দোকানে এখন তরুন-তরুনীসহ নানা বয়সের নানা শ্রেনী পেশার মানুষে ভীড়। নতুন কাপড় কিনতেই ক্রেতাদের আগ্রহের কমতি নেই। এছাড়াও দর্জি দোকানগুলোতেও যেন দম ফালানোর সময় নেই কারিগরদের। সেখানে নতুন পোশাক তৈরীতে ব্যস্থ সময় পার করছেন কারিগররা। তবে, সময় আরো ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতাদের চাপ আরো বেড়ে যাবে বলে মনে করছেন বিক্রেতারা।

বাংলাদেশ সময়: ১১:৩১:০৩   ১৯৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ