রবিবার, ১৮ জুন ২০১৭

কুয়েত সংস্থা মসজিদ আল গানেম আল ওসমান এসোসিয়েসন এর পক্ষ থেকে হ্যাট্রিক পদক পেলেন বাংলাদেশের সন্তান জাকির হোসেন

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুয়েত সংস্থা মসজিদ আল গানেম আল ওসমান এসোসিয়েসন এর পক্ষ থেকে হ্যাট্রিক পদক পেলেন বাংলাদেশের সন্তান জাকির হোসেন
রবিবার, ১৮ জুন ২০১৭



কুয়েত ধর্ম মন্ত্রনালয়ের শায়েখ ডক্টর খালিদ মুহাম্মদ আসসুবাইহী এ সম্মাননা পদক তার হাতে তুলে দেন।

আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ কুয়েত সংস্থা মসজিদ আল গানেম আল ওসমান এসোসিয়েসন এর পক্ষ থেকে পর পর তিন বার পদক পেলেন বোরহানউদ্দিন কুয়েত কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও জাকির হোসেন সোস্যাল চ্যারিটেবল অর্গানাইজেশন এর চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন।

১৭ জুন ২০১৭ ইং ২১ রমজান কুয়েত ধর্ম মন্ত্রনালয়ের শায়েখ ডক্টর খালিদ মুহাম্মদ আসসুবাইহী এ সম্মাননা পদক তার হাতে তুলে দেন।

তিনি ৪১টি দেশের প্রতিনিধিদের মধ্যে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে কুয়েত সংস্থার কাছ থেকে এ পুরস্কার অর্জন করেন। তিনি পুরোও বাংলাদেশে ৩৭০ এর অধিক মসজিদ, মাদ্রাসা, এতিম খানা, অসংখ্য টিউবওয়েল ও গরিব দু:খি, এতিম মেয়েদেরকে বিবাহের ব্যবস্থা ও লেখাপড়ার খরচ এর কাজ সুনামের সাথে দায়িত্ব পালন করায় কুয়েত সংস্থা তাকে এ সম্মান জানান।

এছাড়া তিনি বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পর পর ৩ বার রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন।

জাকির হোসেন সোস্যাল চ্যারিটেবল অর্গানাইজেশন এর চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন বলেন, কুয়েত সংস্থার কাজ সঠিক এবং দায়িত্বের সাথে পালন করায় তারা আমাকে এবার সহ ৩ বার পদক প্রদান করেন। এ কাজগুলো আমার একার পক্ষে সম্ভব হতো না যদি বাংলাদেশের জনপ্রতিনিধি সহ সকল নাগরিক এ কাজগুলোর সার্বিক সহযোগিতা না করতেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩১:১৪   ১২০৯ বার পঠিত  |