লালমোহনে তিথি হত্যার সেই ঘাতক রুবেলের আত্মসমর্পণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে তিথি হত্যার সেই ঘাতক রুবেলের আত্মসমর্পণ
মঙ্গলবার, ৬ জুন ২০১৭



---

আমজাদ হোসেন, (লালমোহন প্রতিনিধি) ভোলাবাণী: অবশেষে ভোলার লালমোহনে তিথি হত্যার ঘাতক রুবেল আজ ভোলা কোর্টে আত্মসমর্পন করেছে।গতকালের মতো আজও লালমোহন বাজারের মূল সড়কে তিথি হত্যার প্রতইবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে লালমোহন মিডিয়া ক্লাব,লালমোহন রোদেসী এবং নাট্যমী সংগঠন অংশ নেয়।এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও শিক্ষকসহ সুশীল সমাজের হাজারও মানুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন দীর্ঘ দিন আন্দোলন প্রতিবাদ সভা এবং মানববন্দন করার পর আজ ঘাতক নিজে আইনের কাছে ধরা দিয়েছে,আমরা আজ খুব আনন্দিত।এই মামলার প্রধান আসামি রুবেলের ফাঁসি দাবি করছি বলেও মানববন্দনে জানান বক্তারা।

উল্লেখ্য লালমোহনে ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রুবেল গত বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে হত্যা করে পালিয়েছে এমন অভিযোগ মৃতের পরিবারের।লালমোহন বাজার ব্যাবসায়ী অাজগর মিয়ার বাসায় তার ছেলে রুবেলে স্ত্রী মাহমুদা মেহের তিথি (২১) কে হত্যা করে লাশ লালমোহন সদর হাসপাতালে রেখে যায়। এঘটনায় মেয়ে তিথীর বাবা ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিন সাংবাদিক সম্মেলন করে বলেন,তিথির স্বামী রুবেল সহ তার শশুড় বাড়ীর লোকজন তিথির উপর নির্যাতন করে তাকে হত্যা করে।

তিনি বলেন, মৃত্যুর আগের দিন রাত ১০ টার সময় তিথি তার মায়ের কাছে ফোন করে বলে তার স্বামী রুবেলকে এফ জেড মডেলের হোন্ডা কিনে দেওয়ার জন্য।রাত১.২৭ টায় রুবেলের ভাই জুয়েল তিথির বাবার নম্বরে প্রথমে ফোন করে বলে তিথি অসুন্থ এবং তিন মিনিট পর অাবার ফোন করে বলে তিথি গলায় ফাসঁ দিয়েছে এবং লালমাহন হাসপাতালে অাছে।খবর পেয়ে অামি সহ অাত্বীয় স্বজন হাসপাতালে গিয়ে দেখি তিথির লাশ।

তিনি অারো বলেন, হাসপাতালে গিয়ে অামরা তিথির শশুড় বাড়ীর কোন লোকজনকে পাইনি।তিথির বাবা বলেন অামার মেয়েকে অাজগর মিয়ার নির্দেশে তার ছেলে রুবেল ও তার ভাইরা নির্যাতন করে হত্যা করেছে।তার শরীরের অনেক যায়গায় অাঘাতের চিহ্ন দেখা যায়।এছাড়াও রুবেল বিভিন্ন সময় মদ গাঁজা ও ইয়াবা খেয়ে বাসায় ফিরলে তিথি কিছু বললে তার উপর নানাবিধ নির্যাতন করত।

শুক্রবার সকালে পুলিশ লাশ ভোলা মর্গে প্রেরন করে।

এ ব্যাপারে তিথির বাবা বাদি হয়ে রুবেল, রুবেলের বাবা,মা,ভাইদের বিবাধী করে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করে।উল্লেখ যে প্রায় ২ বছর পূর্বে রুবেল লালমোহন মহিলা কলেজ থেকে তিথিকে জোর পূর্বক তুলে নিয়ে কয়েক দিন অাটক রেখে বিয়ে করতে বাধ্য করে।এদিকে মেহেদি হাসান রুবেলকে দলীল শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের বরাত দিয়ে রুবেলকে বহিষ্কারের এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছাত্রলীগ।

তিথির বাবা কামাল উদ্দিন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করেন তার রাজনীতি জীবনের প্রথম দিন থেকেই।

আর সেখানে কবেকার একিটি ছেলে যে কিনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ১৯ বছরের একটি স্বপ্ন দেখা কলেজ পড়ুয়া মেয়েকে জোড় করে তুলে নিয়ে বিয়ে করে প্রতিদিনই মেয়ের ভদ্র পরিবারকে যৌতুকের দাবীতে চাপ প্রয়োগ করে তিথিকে নানারকম শারীরিক মানসিক এবং পেশীজ অত্যাচার নির্যাতন করতো বলেও অভিযোগ করেছেন তিথির বাবা।

তিনি আরও বলেন শুধু সমাজের কথা ভেবে রুবেলকে কিছুই বলতাম না,ভেবেছি রুবেল একদিন ভালো হবে কিন্তু হলোনা।দিনের পর দিন আমি ওদের সব চাওয়া মিটিয়েছি অবশেষে বাদ সাদল এফ জেড মোটর সাইকেল।

আজ পুরো উপজেলা জুড়ে সর্ব স্তরের মানুষের একটাই দাবী পুলিশের নিরপেক্ষ প্রতিবেদন এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিবেন এমনটাই চাওয়া।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:২৬   ৪০২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আর্কাইভ