প্রশাসনের ৬ অতিরিক্ত সচিব ও ৫ যুগ্ম সচিবকে বদলি

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » প্রশাসনের ৬ অতিরিক্ত সচিব ও ৫ যুগ্ম সচিবকে বদলি
সোমবার, ৫ জুন ২০১৭



---

।।ভোলাবাণী।। প্রশাসনের ছয় অতিরিক্ত সচিব ও পাঁচ যুগ্ম-সচিবের দফতর বদল করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে এ রদবদল করে।

এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্যকে রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক অতিরিক্ত সচিব মো. সামছুর রহমানকে শ্রম মন্ত্রণালয়ে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আহসানুল জব্বারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অতিরিক্ত সচিব (ওএসডি) মাহমুদা আক্তারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীলকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এবং নৌ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব লোকমান হোসেন মিয়াকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে।

শিল্পকলা একাডেমির পরিচালক যুগ্ম-সচিব মো. ইকবাল হোসেন, সিরাজগঞ্জের সিসিক শিল্প পার্কের প্রকল্প পরিচালক মো. আমিনুল হক এবং রাজশাহী ওয়াসার চেয়ারম্যান মো. আজাহার আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরে বদলির আদেশাধীন প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি ফেইজ-৩ এর সিস্টেম ম্যানেজার মো. মিজানুল হক চৌধুরীকে অর্থ বিভাগের যুগ্ম-সচিব করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ম্যানেজার হিসেবে বদলির আদেশাধীন যুগ্ম-সচিব রাশিদা ফেরদৌসকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২০:১৩:৪৯   ১৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনপুরায় সম্বাব্য প্রার্থীদের অনলাইনে নোমিনেশন পেপার সাবমিট বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥

আর্কাইভ