২৬ বছরের সহজ কিস্তিতে ফ্ল্যাট পাবেন সাংবাদিকরা - প্রধানমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৬ বছরের সহজ কিস্তিতে ফ্ল্যাট পাবেন সাংবাদিকরা - প্রধানমন্ত্রী
রবিবার, ৪ জুন ২০১৭



---

।।ভোলাবাণী।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৬ বছরের সহজ কিস্তিতে ফ্ল্যাট পাবেন সাংবাদিকরা। ইতোমধ্যে রাজধানী ও জেলা শহরে ফ্ল্যাট নির্মাণের উদ্যোগে নিয়েছে সরকার। সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষকে দীর্ঘমেয়াদী সহজ কিস্তিতে এসব ফ্ল্যাট দেয়া হবে।

তিনি বলেন, বিভিন্ন জেলায় ফ্ল্যাট নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়েও এ ধরনের ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে।

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ দুটি সংগঠনের নেতারা ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিএফইউজে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোরসহ বিভিন্ন ইউনিট ও ডিইউজের সাংবাদিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় সবাই আবাসন সমস্যার বিষয়টি তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী জানান, সাংবাদিকদের আবাসন সমস্যার বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকিবহাল ও সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী বলেন, ইতোপূর্বে বিভিন্ন প্রকল্পে সাংবাদিকদের প্লট প্রদান করা হয়েছে। কিন্তু বর্তমানে প্লট দেয়ার চাইতে ফ্ল্যাট দেয়াটাই তিনি শ্রেয় মনে করেন।

তিনি বলেন, রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে সরকারিভাবে ফ্ল্যাট নির্মিত হচ্ছে। অন্যান্য পেশাজীবীদের পাশাপাশি এগুলোতে সাংবাদিকদের জন্যও কোটা রাখা হবে। বিভিন্ন মাপের ফ্ল্যাটে প্রথমে কিছু টাকা জমা দিয়ে দীর্ঘমেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাটের মালিক হতে পারবেন সাংবাদিকরা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা বা ঢাকার বাইরে যে টাকা বাড়ি ভাড়া দেন, এ টাকাই প্রতি মাসে কিস্তি দিয়ে একসময় ফ্ল্যাটের মালিক হতে পারবেন সবাই।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৭   ২৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ