বোরহানউদ্দিনে তেতুঁলিয়া নদীর অব্যাহত নদী ভাঙ্গনে হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য ঘর বাড়ী

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে তেতুঁলিয়া নদীর অব্যাহত নদী ভাঙ্গনে হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য ঘর বাড়ী
রবিবার, ৪ জুন ২০১৭



---আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলার সীমান্তবর্তী তেতুঁলিয়া নদীর প্রবল ¯্রােত ও অব্যাহত ভাঙ্গনে উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সিরাজুল হক শরীফ সাহেবের ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত ছোটমানিকা ফাজিল মাদ্রাসা টি নদী গর্ভে বিলীন হওয়ার পথে। মাদ্রাসার থেকে মাত্র ১০০ গজ দূরে একমাত্র ভরসা বেড়িটি’র নাজুক অবস্থা। বেড়ি ভেঙ্গে কিছু অংশে পাকা রাস্তা ভেঙ্গে যাচ্ছে। নদীর তীরে হুমকির মুখে থাকায় সফিক, আব্দুল হাই, লতিফ ব্যাপারী ঘর ভেঙ্গে অন্যত্র নিয়ে যেতে দেখা যাচ্ছে। এছাড়া হুমকির মুখে রয়েছে অনেক ঘর বাড়ী। দ্রুত ব্লোক দিয়ে স্থায়ী বেড়িবাধঁ নির্মাণ না করলে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ঘর বাড়ী নদী গর্ভে বিলন হয়ে যাওয়ার আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত ব্লোক সহ স্থায়ী বেড়িবাধে কার্যকরী পদক্ষেপ নিতে জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর ধারী কামনা করছেন ভুক্তভোগি পরিবারগুলো।
মো: সফিক জানান, অব্যাহত তেতুঁলিয়া ভাঙ্গনে ঘর প্রায় নদীর গর্ভে বিলিন হওয়ার পথে। তাই তারাতারি ঘর অন্যত্র নিয়ে যাচ্ছি। এ স্থানে ব্লোক সহ স্থায়ী বেড়িবাধঁ নির্মাণ না করা হলে এ মৌসুমে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ঘর বাড়ী নদীর গর্ভে চলে যাওয়ার আশংকা প্রকাশ করেন তিনি।
ছোটমানিকা ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো: মিজানুর রহমান জানান, এ প্রতিষ্ঠানে ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। বর্তমানে নদী থেকে মাত্র ১০০ গজ দূরে রয়েছে এ প্রাচীন প্রতিষ্ঠানটি। দ্রুত ব্লোক সহ স্থায়ী বেড়িবাধঁ নির্মাণ না করা হলে এ প্রতিষ্ঠান সহ অনেক ঘর বাড়ী এ মৌসুমে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০১:১২   ৩৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ