রবিবার, ৪ জুন ২০১৭

বোরহানউদ্দিনে তেতুঁলিয়া নদীর অব্যাহত নদী ভাঙ্গনে হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য ঘর বাড়ী

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে তেতুঁলিয়া নদীর অব্যাহত নদী ভাঙ্গনে হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য ঘর বাড়ী
রবিবার, ৪ জুন ২০১৭



---আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলার সীমান্তবর্তী তেতুঁলিয়া নদীর প্রবল ¯্রােত ও অব্যাহত ভাঙ্গনে উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সিরাজুল হক শরীফ সাহেবের ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত ছোটমানিকা ফাজিল মাদ্রাসা টি নদী গর্ভে বিলীন হওয়ার পথে। মাদ্রাসার থেকে মাত্র ১০০ গজ দূরে একমাত্র ভরসা বেড়িটি’র নাজুক অবস্থা। বেড়ি ভেঙ্গে কিছু অংশে পাকা রাস্তা ভেঙ্গে যাচ্ছে। নদীর তীরে হুমকির মুখে থাকায় সফিক, আব্দুল হাই, লতিফ ব্যাপারী ঘর ভেঙ্গে অন্যত্র নিয়ে যেতে দেখা যাচ্ছে। এছাড়া হুমকির মুখে রয়েছে অনেক ঘর বাড়ী। দ্রুত ব্লোক দিয়ে স্থায়ী বেড়িবাধঁ নির্মাণ না করলে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ঘর বাড়ী নদী গর্ভে বিলন হয়ে যাওয়ার আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত ব্লোক সহ স্থায়ী বেড়িবাধে কার্যকরী পদক্ষেপ নিতে জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর ধারী কামনা করছেন ভুক্তভোগি পরিবারগুলো।
মো: সফিক জানান, অব্যাহত তেতুঁলিয়া ভাঙ্গনে ঘর প্রায় নদীর গর্ভে বিলিন হওয়ার পথে। তাই তারাতারি ঘর অন্যত্র নিয়ে যাচ্ছি। এ স্থানে ব্লোক সহ স্থায়ী বেড়িবাধঁ নির্মাণ না করা হলে এ মৌসুমে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ঘর বাড়ী নদীর গর্ভে চলে যাওয়ার আশংকা প্রকাশ করেন তিনি।
ছোটমানিকা ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো: মিজানুর রহমান জানান, এ প্রতিষ্ঠানে ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। বর্তমানে নদী থেকে মাত্র ১০০ গজ দূরে রয়েছে এ প্রাচীন প্রতিষ্ঠানটি। দ্রুত ব্লোক সহ স্থায়ী বেড়িবাধঁ নির্মাণ না করা হলে এ প্রতিষ্ঠান সহ অনেক ঘর বাড়ী এ মৌসুমে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০১:১২   ৩৫০ বার পঠিত  |