বোরহানউদ্দিনে পল্লী বিদ্যুৎতে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবন

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে পল্লী বিদ্যুৎতে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবন
শনিবার, ৩ জুন ২০১৭



---আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ মাহে রমজানে ইফতারি, তারাবি নামাজ ও সেহরি’র সময় ভোলা বোরহানউদ্দিন উপজেলায় পল্লী বিদ্যুত থাকছে না বলে অভিযোগ করছেন পল্লী গ্রাহকরা। এছাড়া বেশির ভাগ সময় কারনে অকারনে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং চলছে। এতে অতিষ্ট হয়ে উঠছে পল্লী গ্রাহকরা।

সূত্রমতে জানা গেছে, এ উপজেলার প্রাকৃতিক গ্যাস দিয়ে ২২৫ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পাশাপাশি ভোলা সদরে আরোও ৩৪ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ওই উৎপাদিত বিদ্যুৎ বরিশাল অঞ্চল সহ কয়েকটি জেলায় সুফল পেলেও সুফল পাচ্ছে না এ জেলার লাখ লাখ মানুষ। এ উপজেলায় বিদ্যুৎ উৎপাদিত হলেও পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জন জীবন বিপযস্ত হয়ে পড়ছে।

উপজেলায় গত দু’ই মাস ধরে পল্লী বিদ্যুতের চলছে ঘন ঘন লোডশেডিং। দিন-রাতে বিদ্যুৎ যাওয়া আসার খেলা চলছে অসংখ্যবার। দিনে গড়ে ৪-৫ ঘন্টা বিদ্যুৎ থাকলেও সন্ধ্যার পর অন্ধকারে থাকে পুরো উপজেলা। প্রায়ই রাতে ৯টার পর বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ আসে পর দিন সকালে। আকাশে মেঘ দেখলেই বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সংযোগ।

এদিকে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বৈদ্যুতিক সেবা দিতে ব্যর্থ হলেও থেমে নেই নতুন সংযোগ দেয়ার কার্যক্রম।

এব্যাপারে উদয়পুর রাস্তার মাথার পল্লী গ্রাহক সফিউদ্দিন অভিযোগ করে বলেন, বোরহানউদ্দিন উপজেলার ২২৫ ও ৩৪ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। অথচ আমরা ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে থাকতে হয়। মাহে রমজান পাশাপাশি প্রচন্ড গরম আমরা অতিষ্ট কিন্তু আমরা দিন রাতে ২-৩ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি না। কিন্তু বিদ্যুৎ বিল সঠিক সময় দিতে ভুল করে না তারা।

এব্যাপারে ভোলা পল্লী বিদ্যুৎ জিএম কেফাতউল্লাহ ভোরের কাগজ কে বলেন, ভোলা পল্লী বিদ্যুতের চাহিদা ৩৩ মেঘাওয়াট। ২২৫ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে নিচ্ছি ২৫ মেঘাওয়াট। আর বাকী ৮ মেঘাওয়াট নেয়া হয় ভোলা ৩৪ মেঘাওয়াট থেকে। কিন্তু ওই ৩৪ মেঘাওয়াট যান্ত্রিক ক্রুটির কারনে অখান থেকে বিদ্যুৎ না পাওয়ায় এ সাময়িক সমস্যা।

এছাড়া অজোপাডিকার সাথে তাদের একটা সমঝোতা চলছে বলে তিনি জানান। এতে করে আগামী ৭ দিনের মধ্যে লোডশেডিংয়ের সমস্যা কেটে যাওয়ার আশ্বাস দিলেন এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:২৪   ৬০২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ