১০ ডিসেম্বর ভোলা পাকহানাদার মুক্ত দিবস

প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » ১০ ডিসেম্বর ভোলা পাকহানাদার মুক্ত দিবস
রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬



---এইচ এম নাহিদ :

ভোলা বাণী: বিশেষ প্রতিনিধি:

১০ ডিসেম্বর ভোলা পাকহানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রবল চাপের মুখে পাকবাহিনী কোনঠাসা হয়ে পড়ে। নিজেদের জীবন বাঁচাতে ১০ ডিসেম্বর পাকহানাদার বাহিনী ভোলা ত্যাগ করেন। তাদের চলে যাবার সাথে সাথে ভোলা সম্পূর্ণ রুপে পাকহানাদার মুক্ত হয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধারা আশপাশ থেকে শহরে প্রবেশ করে, শহরের ওয়াপদা, পাওয়ার হাউজ এবং পরবর্তীতে জেলা সরকারি বালক বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্প স্থাপন করে। ১৬ ডিসেম্বর সমগ্র বাংলাদেশ স্বাধীন হলেও ভোলা স্বাধীন হয় ১০ ডিসেম্বর।

ভোলার ঐতিহাসিক প্রেক্ষাপট : ভোলার মেঘনা তেঁতুলিয়া বিধৌত বঙ্গোপসাগরের বেলা ভূমিতে জেগে ওঠা প্রায় এক’শ মাইল দৈর্ঘ্য ও প্রস্থে ২৫ মাইল চিহ্নিত এই ভূখন্ডের প্রধান বেশিষ্ট্য হল, যেদিকে দৃষ্টি যায় সবদিকে সমতল ভূমি। ১৮৪৫ সালে ভোলাকে মহকুমা করা হয়। দীর্ঘ ১৪০ বছর পর ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে ভোলাকে জেলায় রুপান্তর করা হয়। ১৯৪৭ সালে পাকিস্থান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে উর্ধুকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে ঢাকায় প্রথম ছাত্র, শিক্ষক বুদ্ধিজীবি বাঙ্গালী সমাজ এর প্রতিবাদ করেন, যা পরবতীতে ৫২’র ভাষা আন্দোলনে পরিণত হয়। আর এর প্রভাব পড়তে দেখা গেছে একমাত্র দ্বীপ জেলা ভোলায়, এখানকার তৎকালিন বুদ্ধিজীবি ও সচেতন সমাজ, আন্দোলনের ঝা-া নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়েন। রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ছাত্র শিক্ষক প্রতিবাদ করে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন। বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী ৫২’র ভাষা আন্দোলনের মাধ্যমেই মুক্তির চেতনার বীজ ভোলায় বপন করা হয়। এর পর ৬৬’র ছয় দফা, ৬৯’র গণ অভ্যুত্থানে সারাদেশের ন্যায় ভোলাবাসী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে।

ভোলায় ৭০’র প্রলয়ংকারী বন্যা ও ৭১’র মুক্তিযুদ্ধ: ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকারী জলোচ্ছাসে কয়েক লাখ লোক মারা যায়। ভেসে যায় মানুষ, গবাদি পশু, ঘর-বাড়ি সহ সবকিছু। অনেকে হারান তাদের প্রিয়জনকে, সেই শোক কাটতে না কাটতেই ৭১’র যুদ্ধ শুরু হয়, আর এতেও ভোলার কয়েক হাজার মানুষ মারা যায়।

ভোলায় পাকবাহিনীর আগমন : ভোলা নদী বেষ্টনী হওয়ায় পাকবাহিনী সহজে এখানে আসতে পারেনি। তাদের বড় একটি দল ১৯৭১ সালের ২ মে ভোলা মহকুমার দায়িত্বভার গ্রহণ করে। তারা কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় এবং একটি দল ভোলার বোরহানউদ্দিন হয়ে লালমোহন গিছে পৌঁছায়। ৯ মে অপরাহ্নে পাকসেনারা আবার ভোলায় ফিরে আসে, এসময় তারা দুইজন নিরীহ হিন্দু বৃদ্ধকে গুলি করে হত্যা করে।

ওয়াপদা রেস্ট হাউজের বধ্যভূমি : ভোলা পৌর এলাকার চরজংলা মৌজায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের প্রদান কার্যালয় ওয়াপদা কলোনীর পূর্ব পার্শ্বস্থ্য দেয়াল ঘেঁষে রয়েছে ভোলার প্রধান ও একমাত্র বধ্যভূমি। ৭১’র যুদ্ধের সময় পাক বাহিনী এখানেই তাদের ক্যাম্প স্থাপন করে। ওয়াপদা রেস্ট হাউজ থাকায় নানাবিধ সুবিদার কারণে পাক বাহিনী রেস্ট হাউজ দখল করে নিরীহ মানুষের উপর তা-বলীলা চালায়। ভোলার সবগুলো থানার সাথে যোগাযোগের রাস্তা রেস্ট হাউজ সংলগ্ন হওয়ায় এটিকেই নিরাপদ স্থান মনে করে পাকবাহিনী। তারা এখানে দুটি বাঙ্গার তৈরী করে। ভোলায় অবস্থানরত পাকবাহিনীর প্রধান ছিলেন মেজর জাহান জেব খাঁন। তার নির্দেশে রেস্ট হাউজের দক্ষিণ পূর্ব পার্শস্থ দুটি কামরা প্রস্তুত করা হয় নির্যাতনের সেল হিসেবে। এখানে কত মানুষকে ধরে এনে নির্যাতন ও হত্যা কারা হয়েছে তার সঠিক হিসাব জানা নেই।

খেয়াঘাটের বধ্যভূমি : পাকবাহিনী ভোলায় আগমনের পর মে থেকে জুনের মধ্যে সর্বত্র তাদের অবাদ বিচরণ ঘটে। খেয়া ঘাট শহরের কাছাকাছি হওয়ায় পাকবাহিনী নির্বিচারে শান্তি প্রিয় ভোলাবাসীদের হত্যাকরে লাশ পানিতে ভাসিয়ে দিত। এখানে শুধু লাশই ফেলা হত না একই সাথে কয়েকজনকে ধরে এনে লাইনে দাড় করিয়ে গুলিকরে হত্যাক রত পাকবাহিনী। খেয়াঘাটে নিহত কয়েকজনের নাম পরবর্তীতে জানা যায় এরা হচ্ছে- শহীদ জালাল আহম্মেদ, নাসির আহম্মেদ, আজিজল ব্যাপারী, বাবু বিনোদ বিহারী মজুমদার, সরুপ চৌকিদার, রাধা গোবিন্দ ও উপেন্দ্র দাস।

ভোলার যুদ্ধ : ৭১’র এপ্রিল মাসের প্রথম দিকে খুব গোপনীয় ভাবে ভোলা শহরের লেকু মিয়ার বাসায় প্রথম মুক্তিযুদ্ধাদের বৈঠক বসে। এতে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজাহান, সামসুদ্দিন আহম্মেদ, মোস্তাফিজুর রহমান মাস্টার, ডা. আব্দুল হাই মিয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ। তারা একেক জন একেক দায়িত্ব নিয়ে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, অস্ত্র সহ বিভিন্ন নির্দেশনা দেন। তাদের সুদক্ষ নের্তৃত্বে একটি কমা- বাহিনী গঠিত হয়। মুক্তিযোদ্ধারা ভোলা মহকুমার বিভিন্ন এলাকায় পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ভোলা মহকুমায় বেশ কয়েকটি যায়গায় পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মূখ যুদ্ধ সংঘঠিত হয় এর মধ্যে, ওসমানগঞ্জের যুদ্ধ, দেউলার যুদ্ধ, বাংলাবাজার যুদ্ধ, দৌলতখান যুদ্ধ ও ঘুইংগার হাটের যুদ্ধ উল্লেখযোগ্য। এসব যুদ্ধে পাকবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য নিহত হয়।

যাদের হারাল : মোতাহার মাস্টার- এক কিংবদন্তী চেতনার নাম। ভোলায় মুক্তিযুদ্ধে যাদের অবদান স্বরণীয় তাদের অন্যতম মোতাহার মাস্টার। ভোলার লালমোহনে জন্ম মোতাহার মাস্টারের, পিতা মৌলভী মোহাম্মদ সুলতান আহমদ। পেশায় ছিলেন স্কুল শিক্ষক ৭১’র ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা শোনার পর তিনি নিজ উদ্যোগে উপজেলার গজারিয়ায় সংগ্রাম পরিষদ গঠন করেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের স্কুল মাঠে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। মুক্তিকামী মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণীত করেন। একটি শক্তিশালী মুক্তিবাহিনী গঠন করে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েন। মে মাসে ভোলায় প্রথম পাকবাহিনী প্রবেশ করার সময় গেরিলা কায়দায় তাদের উপর আক্রমণ করেন। তিনি ভোলার বিভিন্ন স্থানে পাকবাহিনীকে প্রতিহত করার জন্য সম্মূখ যুদ্ধে অংশ নেন। তার সুদৃঢ় নের্তৃত্বের কারনে পাকবাহিনী কোনঠাসা হয়ে পড়ে এবং ভোলা থেকে পলায়ন করে। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে রচিত সংবিধানে তিনি অংশ গ্রহণ করেন। কিন্তু পরিতাপের বিষয় এই যে ১৯৭৫ সালের দশ জানুয়ারী গজারিয়া বাজারে এক অনুষ্ঠানে আততায়ীর হাতে নিহত হন মুক্তিযুদ্ধে অবদান রাখা এই নায়ক। আজও ভোলার মানুষ মোতাহার মাস্টারকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

দানবীর নলিনী দাস : ব্রিটিশ খেদাও আন্দোলনের প্রাণ পুরুষ নলিনী দাস ১লা জনিুয়ারী ১৯০১ খ্রিঃ ভোলার উত্তর শাহবাজপুরে জন্ম গ্রহণ করেন। ব্রিটিশ সরকারের অন্যায় আর অত্যাচারের প্রতিবাদী কণ্ঠস্বর নলিনী দাস বার বার কারা বরণ করেছেন। তবুও ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে পিছপা হননি। তিনি বেশ কয়েকবার ব্রিটিশদের সাথে যুদ্ধে লিপ্ত হন। ১৯৩৩ সালে ব্রিটিশ পুলিশের সাথে যুদ্ধে নলিনী দাস পায়ে গুলি লেগে বন্দি হন। দীর্ঘ ১৩ বছর বন্দী জীবন কাটিয়ে ভারত বিভক্তির পর দেশে ফিরে আসেন এবং অসহায় মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন। ১৯৭১ সালের মুক্তযুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেন এবং ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শিবির পরিচালনা করেন।

বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল : ছোট বেলা থেকেই ডানপিঠে ছিলেন মোস্তফা কামাল। স্বপ্ন ছিল সৈনিক হবেন, কিন্তু এতে বাঁধসাধেন বাবা। একরোখা আর ডানপিঠে সভাবের মোস্তফা কামাল বাড়ি থেকে পালিয়ে যোগদেন সেনাবাহিনীতে। প্রথমেই তার যোগদান হয় কুমিল্লা সেনানিবাসে। ৭১’র মার্চের মাঝামাঝি ৪র্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টকে কুমিল্লা সেনানিবাস থেকে ব্রাম্মণবাড়িয়ায় পাঠানো হয়। ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা শোনার পর মেজর শাফায়াত জামিল তার গুটিকয়েক বাঙালী সেনা সদস্য নিয়ে পাক অধিনায়ক লেঃ কর্ণেল খিজির হায়াত খান ও পাকিস্থান সেনাদের নিরস্ত্র করে বন্দী করেন। আর এই মিশনে অংশগ্রহণ করেন সিপাহী মোস্তফা কামাল। একে একে শুরু হয় প্রতিরোধ। সিপাহী মোস্তফার সাহস, বুদ্ধি ও কর্মতৎপরতা দেখে মেজর শাফায়াত জামিল তাকে যুদ্ধকালীন সময়ে ল্যান্সনায়েকের দায়িত্ব প্রদান করেন। এতে মোস্তফা কামাল ১০ জন সৈন্যেও সেকশন কমান্ডার হন। ১৬ ই এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে চিহ্নিত করার জন্য কুমিল্লা-আখাউড়া রেললাইন ধরে উত্তরদিকে অগ্রসর হতে থাকে। ১৭ ই এপ্রিল পাকবাহিনী দরুইন এলাকায় পৌঁছে মুক্তিযোদ্ধাদের চারদিক থেকে ঘিরে ফেলে, এরকম অবস্থায় মুক্তিযোদ্ধাদের পশ্চাদপদতা ছাড়া আর কোন উপায় ছিল না। সবাই পিছু হটলেও আসেনি মোস্তফা কামাল এল এম জি দিয়ে গুলি চালিয়ে পাকবাহিনীকে তটস্থ করে রাখেন। আর এরই মাঝে বাকী মুক্তিযোদ্ধারা নিরাপদে স্থান ত্যাগ করেন। পাকবাহিনী এলাকা ছেড়ে চলে গেলে মোস্তফা কামালকে খুঁজে না পেয়ে পুণরায় দরুইন আসেন মেজর শাফায়াত জামিল ততক্ষণে এলাকাবাসী ট্রেনের কাছে একজনকে পড়ে থাকতে দেখেন। গায়ে গুলি ও বেয়নেটের দাগ মাটিতে পড়ে আছেন মোস্তফা কামাল। তার আত্মত্যাগের কারণে বেঁচে গেলেন বাকী মুক্তিযোদ্ধারা। এলাকাবাসী সেখানেই তাকে সমাহিত করলেন। তার এই মহান ত্যাগ ও বীরত্বের জন্য পেয়েছেন বীরশ্রেষ্ঠের মর্যাদা। আর ভোলাবাসী পেয়েছেন তাদের বীর ও গর্বের প্রতীক ৭জন বীর শ্রেষ্ঠের একজন মোস্তফা কামাল। পরাধীনতার শিকল ছেড়ে ভোলাবাসী মুক্ত হলেও মক্তি হতে পারেনি প্রাকৃতিক দুর্যোগ আর অর্থনৈতিক স্বাধীনতা থেকে। নানান প্রতিকূলতার মাঝে চলে তাদের জীবন। ভোলাবাসীর একটাই চাওয়া স্বাধীনতার লাল সূর্য যেন তাদের জন্য আর্শীবাদ হয়ে আসে এই বিজয় দিবসে।

বাংলাদেশ সময়: ৯:৩৬:১৩   ১৪৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশেষ প্রতিবেদন’র আরও খবর


দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয়’
টাঙ্গাইল শাড়ি চিনবেন কীভাবে
ভোলায় চলছে জাটকা নিধন ॥ ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলার বন্ধন হেলথ কেয়ার চালু করল অনলাইন নার্সিং হোম সার্ভিস
দুই গ্রুপের দ্বন্দ্বে স্কুল উধাওচরফ্যাশনে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
পরিবারিক ভ্রমণের জন্য ৪ টিপস
তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।
ভোলায় আরো ৫ কূপ খননের পরিকল্পনাদেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।

আর্কাইভ