ভোলা বাণী : ভোলা সরকারী স্কুল মাঠের পার্শ্বে নির্মীত হতে যাচ্ছে কমিউনিটি রিসোর্স সেন্টার। Gymnasium, Sweeming Pool, Cafeteria, Library সহ নানা সুযোগ- সুবিধা থাকবে এ সেন্টারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সানুগ্রহে, মাননীয় বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এর সার্বিক সহযোগিতায়, মেয়র আলহাজ্ব মনিরুজ্জামানের নেতৃত্বে আমার পরিকল্পনায় নির্মীত হতে যাচ্ছে এ সেন্টারটি। এটি ভোলাবাসীর অন্যতম বিনোদন কেন্দ্রে পরিনত হবে বলে আমরা বিশ্বাস করি। সেন্টারটির স্থপতি কামরুজ্জামান লিটন।
বাংলাদেশ সময়: ১২:৩৫:১৮ ২২৮ বার পঠিত |