জয়ের চেয়ে পরিকল্পনাটা বাস্তবায়নে চোখ ছিল বাংলাদেশের- মাশরাফি

প্রথম পাতা » খেলাধূলা » জয়ের চেয়ে পরিকল্পনাটা বাস্তবায়নে চোখ ছিল বাংলাদেশের- মাশরাফি
বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭



---ভোলাবাণী: জিতলে ওয়ানডে র‍্যাংকিংয়ের ছয়ে ওঠা যাবে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গ্রুপ পর্বের প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতিটাও সারা যাবে। ত্রিদেশীয় সিরিজে ২৪ মে বুধবার মাঠে নামার আগে এই ভাবনাটাই মাথায় ছিল মাশরাফি বিন মুর্তজার। দিন শেষে জয়টাও পেলেন, প্রাপ্তিগুলোও গাঁথুনি দিল সফলতার নতুন দেয়ালে।

জয়ের চেয়ে পরিকল্পনাটা বাস্তবায়নে চোখ ছিল বাংলাদেশের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তা বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি। ম্যাচ শেষে সেটা করতে পেরে উচ্ছ্বাসিত তিনি। বিদেশের মাটিতে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে প্রথম জয় বলেই শুধু নয়। র‍্যাংকিংয়ে উন্নতির মধ্যে দিয়ে আসন্ন বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাকে পোক্ত করার জন্য , চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা হাসিমুখে শেষ করার জন্য।

ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানতাম, যদি জিততে পারি তাহলে ছয় নম্বরে (র‍্যাংকিং) উঠে আসবো। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের লড়তে হবে। সেক্ষেত্রে এই জয় তাদের বিপক্ষে আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে ত্রিদেশীয় সিরিজে নিজেদের সেরা দল দেয়নি নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা টম লাথামদের মধ্যে ছয়জন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন। অর্থাৎ, খাতাকলমে এটাকে কম শক্তিশালীর দল হিসেবেই বলা হচ্ছে। তারপরও জয়টাকে অনেক এগিয়ে রাখতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দলের সেরা ক্রিকেটাররা যোগ দেওয়ার পর লড়াইটা অনেক কঠিন হবে সেটাও মানছে তারা।

মাশরাফির ভাষায়, ‘আমি মনে করি টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট দলে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বোলিং লাইনআপ আরও শক্ত হবে। এছাড়া কেন উইলিয়ামসন-মার্টিন গাপটিলও ফিরবেন ব্যাট হাতে। সেক্ষেত্রে সবকিছু সহজ হবে না।’

তিনি আরও বলেন, ‘তারপরও একটা জয় সবসময়ই দলকে অনুপ্রাণিত করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা পাকিস্তান-ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবো। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গ্রুপ পর্বে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে হবে। তো, এগুলো সবই আমাদের আত্মবিশ্বাস দেবে, সাহায্য করবে।’

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪৭   ২৯৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ