চরফ্যাশনে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং
বুধবার, ২৪ মে ২০১৭



---মিজান নয়ন,চরফ্যাশন ব্যুরো (ভোলা বানী) ॥
চরফ্যাশন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ জনসাধারণের মধ্যে সুবিধা প্রদানে ফলপ্রসু বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস।
মঙ্গল বার সন্ধ্যায় চরফ্যাশন প্রেস ক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত প্রেসব্রিফিংএ সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও কুকরী মুকরী ইউপি চেযারম্যান আবুল হাসেম মহাজন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর। বক্তব্য রাখেন, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, সাংবাদিক ইয়াছিন আরাফাত, কামাল মিয়াজী, এম আবু সিদ্দিক, কামরুজ্জামান, এ আর এম মামুন, নেছার নয়ন, নজরুল কবির কামরুল সিকদার, জামাল মোল্লা, নাজু পন্ডিত, রিয়াজ মোর্শেদ প্রমুখ।
জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ব্যবস্থা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেয়ার লক্ষ্যে সব ধরনের প্রকল্প গ্রহন করেছেন। এ সকল প্রকল্প সমুহ বাস্তবায়ন এবং বাস্তবমুখী রূপ দিতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের জন্য জেলা থেকে তৃণমূল পর্যন্ত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের মধ্যে রয়েছে একটি বাড়ী একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।
তিনি জানান, উপজেলা প্রশাসনের ই-সেবা কার্যক্রমের মাধ্যমে উপজেলার ১৬ টি ইউনিয়নে তথ্য কেন্দ্র স্থাপনে জমির পর্চাসহ জমি সংক্রান্ত সকল ধরনের দলিলাদির জাবেদা নকল অনলাইন আবেদনের মাধ্যমে সরবরাহ হচ্ছে। সভায় ব্র্যান্ডিং বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১০:২৫:২২   ৩৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

আর্কাইভ