জাতির জনকের মতো লক্ষ্য নির্ধারণ করে কাজ করেন শেখ হাসিনা- তোফায়েল আহমেদ

প্রথম পাতা » জাতীয় » জাতির জনকের মতো লক্ষ্য নির্ধারণ করে কাজ করেন শেখ হাসিনা- তোফায়েল আহমেদ
মঙ্গলবার, ১৬ মে ২০১৭



---

ভোলাবাণী: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণ করে দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়ে সেদিন আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই এখন তার দক্ষতা ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে।

মঙ্গলবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, আর্ন্তজাতিক বিশ্বে শেখ হাসিনা এখন মর্যাদাশীল নেত্রী। তিনি জাতির জনকের মতো লক্ষ্য নির্ধারণ করে কাজ করেন। তাই ২০০৮ সালে ভিশন ২০২১ ঘোষণা করেছিলেন।

ভিশন-২০৩০ এর সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি তো ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের নির্বাচনের আগে কোনো লক্ষ্য বা ভিশন দেয়নি। এখন কেন দিলো? এই রূপকল্প দেয়ার আগে তার (খালেদা জিয়ার) ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন যে অন্যায় করেছিলেন তার জন্য দেশবাসির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল।

হাওয়া ভবন থেকে হুকুম দিয়ে যারা ২১ আগস্ট গ্রেনেড হামালা চালায় তারা কোনো রূপকল্প বাস্তবায়ন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ভিশন-২০৩০ এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রতিশ্রুতির সমালোচনাও করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ বলেন, দলের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে ঘরের মধ্যে আলোচনা করে সমাধান করা উচিত। কারণ কর্মীরাই প্রাণ, সংগঠনের চালিকাশক্তি।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৬ থেকে ১৯ মে চার দিনব্যাপি শিল্পকলা একাডেমির তৃতীয় তলার ৩নং গ্যালারিতে শেখ হাসিনার জীবন ভিত্তিক সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে যুবলীগ।

আলোচনা সভা শেষে তোফায়েল এ প্রদর্শনীর উদ্বোধন এবং প্রদর্শনীর বিভিন্ন চিত্র ঘুরে দেখেন। প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবনেতা শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, আনোয়ারুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ মহি, কাজী আনিসুর রহমান, ইকবাল মাহমুদ বাবলু, ইসমাইল চৌধুরী সম্রাট, মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২৮:০৪   ২১৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
ইলিশা লঞ্চঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

আর্কাইভ