খালেদা জিয়াকে কোন মানুষ বিশ্বাস করেনা; রুপকল্প ও কোন দিন বাস্তবায়িত হবেনা- বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » খালেদা জিয়াকে কোন মানুষ বিশ্বাস করেনা; রুপকল্প ও কোন দিন বাস্তবায়িত হবেনা- বাণিজ্যমন্ত্রী
শনিবার, ১৩ মে ২০১৭



 

---

ভোলাবাণী: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামীলীগকে অনুকরন ও অনুসরন করেই খালেদা জিয়া রুপকল্প ঘোষনা দিয়েছেন, কিন্তু তার সেই রুপকল্পে কখনও বাস্তবায়ন করতে পারবেন না।

২০০১ সালে যারা হত্যা, নির্যাতন ও ধর্ষন করেছে তাদের রুপকল্প ঘোষনার আগেই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিলো। তাহলেই তার রুপকল্প দেয়া স্বার্থক হতো। কিন্তু খালেদা জিয়াকে কোন মানুষ আর বিশ্বাষ করেনা’। কারন তারা অতিতে কোন কথাই রাখতে পারেনি।

শুক্রবার (১২ মে) রাতে মাহে রমজাম উপলক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান দেশকে শেষ করে দিয়েছে, তিনি যদি স্বাধীনতা বিরোধীদের পুর্নবাসিত না করতো তাহলে দেশে আজ জঙ্গিবাদের উথ্রান হতো না, নিষিদ্ধ সংগঠন জামায়াতকে দল হিসাবে কাজ করার সুযোগ দিয়ে গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছে, শুধু তাই নয় নিজামী-মুজাহিদের গাড়িতে পতাকা দিয়েছিলো।

বঙ্গবন্ধুর খুনিদের পার্লমেন্টের সদস্য করেছিলো। সে রসিকই বিএনপি। কিন্তু সে নিয়ে কোন ক্ষমা চাওয়া নেই, বরং তিনি রুপকল্প ২০৩০ ঘোষনা দিয়েছেন। বিএনপি’র কারনেই দেশে আজ সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে দেশর আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথে তা প্রতিহত করেছে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গত ৮ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তা আগে কখনই হয়নি। আ’লীগ ক্ষমতায় এলেই দেশের চেহারা পাল্টে যায় আর বিএনপি এলে দেশে মহাদুর্যোগ নেমে আসে। তাই আ’লীগকে ভোট দেয়ার আহব্বান জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আন্তজার্তিক বিশ্বে চিনির দাম গত বছরের তুলনায় ৯ শতাংশের কম, টিসিবিতে যে চিনি আমদানি করা হয়েছে তাতে চাহিদার চেয়ে অনেক বেশী মজুদ রয়েছে। বর্তমানে দেশে সোলা, ডাল, চিনি, পেয়াজ ও রসুন চাহিদার চেয়ে অনেক বেশী মজুদ রয়েছে, তাই রমজান মাসে এসব পন্যের দাম স্বাভাবিক থাকবে। কোন জিনিসের দাম বাড়বে না। কিন্তু কেউ যদি কৃত্রিম সংকট কিংবা কারসাজি করার চেষ্টা করা তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি বলেন, ব্যবসায়ীরা আমাদের কথা দিয়েছে শুধু রমজান মাসে নয়, সারাবছরই জিনিসের দাম স্বাভাবিক রাখবে। আমাদের সময়ে কোনদিনও চিনির দাম বাড়েনি। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সুগারকর্পোরশনকে বাদ দিয়ে ব্যাক্তি মালিকানাদের হাতে চিনি ছেড়ে দেয়। কিন্তু প্রধানমন্ত্রী সরকার ব্যবসা বন্ধব সরকার, তাই কোন পন্যের দাম বাড়েনি’।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করে বলেন, ২০০১ সালের নির্বাচনে হাফিজ ইব্রাহিম দলীয় চারকর্মীকে হত্যা করে, আমাদের বিরুদ্ধে ৩৯টি মামলা দেয়। শুধু তাই নয়, সিঙ্গাপুর থেকে ফেরার পথে আমাকে গ্রেপ্তার করে খুন মামলা আসামী দেয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেণ, কাসিমপুর কারাগারে নেয়ার পথে আমার হাতে যখন যথন হাতকড়া পরানো হয় তখন জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা দেয়া হয়েছে, এ কাজটি খালেদা জিয়ার নিস্টার সাথে করেছে।

বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতির জনকের সৃস্টি করা বাংলাদেশ, বাংলা মাটি যতদিন থাকবে যতদিন মানুষের হৃদয়ের মনি কোটায় বঙ্গবন্দু থাকবেন।

দেশের উন্নয়নের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, পদ্মা ব্রীজের কাজ এগিয়ে চলছে এবং ২০১৮ সালের মধ্যে পদ্মা বীজ্র দিয়ে গাড়ি চলবে। শুধু তাই নয়, পদ্মা বীজ্র থেকে রেললাইন হবে পটুয়াখালীর পায়রা বন্দর পর্যন্ত। এতো বড় বড় উন্নয়নের কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন।

ঢাকাতে মেট্রোরেল, চট্রগ্রামে কর্নফুলি টানেল, কক্সবাজারে কয়লা ভিত্তিক পাওয়ার প্লান্ট, সমুদ্র বন্দর হবে। এছাড়াও তিনি ভোলার চারটি সাংসদীয় আসনের উন্নয়নের চিত্র তুলে ধরেন। বলেন, বিএনপি আমলে নদী ভাঙ্গা রোধে কোন কাজ হয়নি।

ভোলার জেলা পরিষদ চত্বরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, জেলা পরিষদ প্রশাসক মো: আবদুল মমিন টুলু।

বিশেষ বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, কোস্টগার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার মো: মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা পরিষদের নির্বাহী মনোয়ার হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, চেম্বার অব কমার্সের পরিচালক মো: শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুষ, প্যানেল মেয়র মো: শাহে আলম।

ব্যবাসয়ীদের মধ্যে বক্তব্য রাখেন গোপাল সাহা, মো: সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে জেলা ব্যবসায়ীসহ সুশিল সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

বাংলাদেশ সময়: ১০:৫৩:০৯   ৪০৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ