বিদেশের মাটিতে খেলা যে কোনো দলের জন্যই কঠিন- মাশরাফি

প্রথম পাতা » খেলাধূলা » বিদেশের মাটিতে খেলা যে কোনো দলের জন্যই কঠিন- মাশরাফি
শুক্রবার, ১২ মে ২০১৭



---

ভোলাবাণী: ত্রিদেশীয় সিরিজের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সাসেক্সে দুটি। আয়ারল্যান্ডে একটি। তিনটি ম্যাচেই তিনশোর্ধ্ব রান করেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই হারেননি মুশফিকরা। বৃষ্টিতে একটি ম্যাচ হয়েছে পণ্ড। আর বাকি দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

সর্বশেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের মুখোমুখি হয় মাশরাফির দল। ম্যাচটিতে ১৯৯ রানে জিতেছে বাংলাদেশ। সাব্বির রহমানের সেঞ্চুরি (৮৬ বলে ১০০) ও তামিম ইকবালের দুর্দান্ত ফিফটিতে (৭৪ বলে ৮৬) ভর করে ৭ উইকেটে ৩৯৪ রান তোলে সফরকারীরা। জবাবে ৪১.২ ওভারে ১৯৫ রানে অলআউট হয় উলভস।

প্রস্তুতিটা ভালোই হয়েছে। এটা বলা বাহুল্য। তারপরও সতর্ক মাশরাফি বিন মর্তুজা। পা ফেলতে চান সাবধানে। কারণ বিদেশের মাটিতে খেলা। বিদেশের মাটিতে খেলা যে কোনো দলের জন্যই কঠিন। তাই আইরিশ কন্ডিশনকে চ্যালেঞ্জ মানছেন মাশরাফি।

কন্ডিশন নিয়ে বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, এই সিরিজটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের। ঘরের মাঠে ফুরফুর মেজাজে খেলা যায়। বিদেশের মাটিতে সেটা সম্ভব নয়। কারণ ভিন্ন কন্ডিশনে খেলা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। আয়ারল্যান্ড দল ভালো ক্রিকেট খেলছে। নিজেদের কন্ডিশনে কীভাবে খেলতে হয়, তা তারা ভালো জানে। সিরিজটা কঠিনই হবে। ম্যাচ জিততে সেরা খেলাটাই খেলতে হবে আমাদের।

বেশ কয়েক দিন ধরে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে আছে বাংলাদেশ দল। টাইগারদের প্রস্তুতি নিয়ে খুশি মাশরাফি। মুশফিক-সাব্বিররা এখন বেশ আত্মবিশ্বাসী। তাই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ভালো করবে, এ আত্মবিশ্বাস রয়েছে টাইগার অধিনায়কেরও।

১৫ দিন আগে ইংল্যান্ডে এসেছি। ভালো প্রস্তুতি হয়েছে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা এখন ফিট আছে। যতটা সম্ভব আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে। ইংল্যান্ডে যখন এসেছিলাম ঠান্ডা ছিল অনেক। এখন আবার আবহাওয়া ভালো। আবহাওয়া এমন থাকলে আমাদের জন্য ভালো হবে। আমাদের দলের যারা (১৮ খেলোয়াড়) আছে, তারা ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আশা করি, এই সিরিজে ভালো করব।

বাংলাদেশ সময়: ৭:৪৪:১২   ১৯১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ