ভোলায় ঝুকিঁতে থাকা কিশোরীদের মাঝে শিশু সুরক্ষা বৃত্তি প্রদান করেছেন ইউনিফেস

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ঝুকিঁতে থাকা কিশোরীদের মাঝে শিশু সুরক্ষা বৃত্তি প্রদান করেছেন ইউনিফেস
মঙ্গলবার, ৯ মে ২০১৭



 

---

নিজস্ব প্রতিনিধি, ভোলাবাণী: ভোলায় শিশু বিবাহ রোধ প্রকল্পের কিশোরী ক্লাব, প্রান্তিক ও ঝড়ে পড়া শিশু, বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রতিবন্ধী এবং শিশু বিবাহে ঝুকিঁতে থাকা এমন কিশোরীদের মাঝে শিশু সুরক্ষা বৃত্তি প্রদান এবং শান্তি শ্রেনী মাঠ সেন্টার পরিদর্শন করেছেন ইউনিফেসের টিম।

সোমবার দিনভর লালমোহন ও ভোলা সদরে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ভোলার জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহমুদুর রহমান, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল আরেফিন, ইউনিসেফ ডেপুটি রিপেজেন্টটিভ শিমা সেন গুপ্তা, শিশু সুরক্ষা কর্মকর্তা জীন লেইবি, জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্পেশালিস্ট রোশনি বসু, চাইন্ড প্রটেকশন অফিসার মোমেনুল নেছা শিখা, ওয়াস প্রকল্পের কর্মকর্তা ফোরকান আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা, কোস্টট্রাস্ট পরিচালক সনত কুমার ভৌমিক, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ, কোস্টট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, সহকারি প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ, ইসিএম প্রকল্পের ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার তানজিলুর রহমান রাফী, আইপিটি ফেসিলিটর সাইফুল্লাহ সানী, ইউনিয়ন সমন্বয়কারী আদিল হোসেন তপু প্রমুখ।

প্রতিনিধি দল শুরুতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

এ সময় তারা উপজেলার ৪৯ দরিদ্র শিক্ষার্থী এবং কিশোরী ক্লাবের সদস্যদের প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক তুলে দেন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ১৮ বছরের আগের বিয়ে না বসা ও পড়ালেখা চালিয়ে যায়ার শর্ত দেয়া হয়।

পরে ইউনিসেফ প্রতিনিধি দল জেলা সদরের ব্যাংকেরহাট শান্তি শ্রেনী মাঠ সেন্টার পরিদর্শন করে। বিকালে স্থানীয় শিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাদের বেপারী বাড়িতে কিশোরী ক্লাব পরিদর্শন করেন। এসময় কিশোরী ক্লাবে সদস্যরা জেলা প্রশাসক এবং ইউনিসেফ টিমকে সংবর্ধনা প্রদান করেন।

উল্লেখ্য, ইউনিসেফ দ্বারা পরিচালিত এবং কোস্ট্রট্রাস্টের বাস্তবায়নে ইসিএম প্রকল্প কিশোরী সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এতে শিশু বিবাহসহ শিশু সুরক্ষা নিয়ে কাজ করছেন। এসময় বক্তারা বলেন,বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে। ফলে অনেক শিক্ষার্থীরা স্কুল থেকে শিশুরা ঝড়ে পরছে।

তারা আরো বলেন, শিশু বিবাহ পরিবার দেশ, সমাজ ও জাতির জন্য অভিশাপ। কোন অবস্থাতেই মেয়েদের ১৮ বছর আগে এবং ছেলেদের ২১ বছর আগে বিয়ে দেয়া যাবে না।

আর কেউ যদি বিবাহের ব্যবস্থা করে থাকে তার শিশু বিবাহ আইনে তার শাস্তি পেতে হবে। এর জন্য আমাদের সকল কিশোরীকে ঐক্যবদ্ধ ভাবে বাল্য বিবাহ কে ‘না’বলতে হবে। সামাজিক প্রতিরোধের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করার আহবান জানায়।

এসময় জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন ঝড়ে পড়া থেকে স্কুল গামী শিক্ষার্থীদের এক কালিন আর্থিক সহায়তা ও ক্লাবের জন্য ম্যাট প্রদান করবে বলে কিশোরীদের আস্বস্ত করেন।

বাংলাদেশ সময়: ১০:৩৭:২৯   ৬৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ