জেলা সংবাদদাতা, ভোলাবাণী: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ভোলা সদর উপজেলার আয়োজনে কাচিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হক লেলিন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাপক নারী কর্মী সম্মেলনে অংশ নেয়।সম্মেলনে সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে মীর আমির হোসেন মাষ্টারকে সভাপতি ও মোঃ মোঃ শাহজাহান মাষ্টারকে সাধারণ সম্পাদক করে ইউনিয়নের নতুন কমিটি ঘোষনা করা হয়।
বাংলাদেশ সময়: ১০:৩০:৫৯ ৩৬১ বার পঠিত |