ব্লকের ক্ষতি করে জাহাজ থেকে বালি ও পাথর উত্তোলন

প্রথম পাতা » বোরহানউদ্দিন » ব্লকের ক্ষতি করে জাহাজ থেকে বালি ও পাথর উত্তোলন
রবিবার, ৭ মে ২০১৭



 

---

বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলাবাণী: ভোলা বোরহানউদ্দিন উপজেলার শান্তিরহাট এলাকায় ব্লকের ক্ষতি সাধন করে জাহাজ থেকে বালি ও পাথর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।

বোরহানউদ্দিন জয়া রোডে ফকির বাড়ি দরজায় জয়া বোরহানউদ্দিন রোড রক্ষা ব্লক রক্ষার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্লক এলাকায় যে কোন ধরনের জাহাজ ভিড়িয়ে মালামাল উত্তোলন নিষিদ্ধ ও জনগনের চলাচল বিগ্নিত করার অপরাধে রাস্তার পাশ্বে বালু পাথর জমা করে সকল ধরনের ব্যবসা বন্ধ রাখার নিষেধাজ্ঞা জারি করার পর হতে সেখানে বালু ও পাথর ব্যবসায়ীরা তাদের ব্যবসা আপাদত বন্ধ রাখেন।

এরই মধ্যে সরজমিনে গিয়ে দেখা যায় একদল প্রভাবশালী ব্যবসায়ী ব্লকের সাথে জাহাজ ভিড়িয়ে পাথর উত্তোলন করছে, তাদের স্পটে না পেয়ে জাহাজের লোকজনকে জিজ্ঞেস করলে তারা দাবী করেন এসব পাথরের মালিক ভোলার ঠিকাদার। এদিকে এ সংবাদকর্মীকে দেখে পাশে বালু ব্যবসায়ের সাথে জড়িত লোকজন তাদের মনের দু:খ প্রকাশ করে বলেন, আমাদের ইউএনও স্যার এলাকার ভাল কাজের জন্য তার অবদান আছে আমরা স্বীকার করি।

তাই আমরা নির্বাহী স্যারকে অনুরোধ করছি আমাদের ব্যবসা সচল রাখার জন্য জনবান্ধব যে সকল শর্ত দিবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। আর যারা ব্লকের সাথে জাহাজ ভিড়িয়ে ব্যবসা করবে তাদের ব্যপারে প্রশাসনকে সহায়তা করব।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: কুদ্দূস এর সাথে আলাপকালে তিনি ভোলাবাণীকে জানান, ব্লকের ক্ষতি করে যে কেউ মাল উত্তোলন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। আর যদি ব্যবসায়ীরা ব্লক ও রাস্তার ক্ষতি না করে তাদের ব্যবসা করে তাতে প্রশাসনের কোন আপত্তি নেই।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৪৮   ১৮৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


নিখোঁজের ৩ দিনপর পুকুরে মিললো বৃদ্ধের মরদেহ, পরিবারের দাবি হত্যা
কাচিয়া ইউনিয়নের ওয়ার্ড উপনির্বাচনে ১৩ প্রার্থী
ইলিশ মাছ রান্না না করায় বোরহানউদ্দিনে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
বোরহানউদ্দিনে পরিত্যক্ত ৩শত কেজি চাল উদ্ধার
বোরহানউদ্দিনে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ১০ হাজার টাকা জরিমানা
ভোলায় শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শাহীন ফকির নির্বাচিত
বোরহানউদ্দিনে চাচার সঙ্গে বিদ্যুৎ সংযোগে মাছ ধরতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
বোরহানউদ্দিনে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল বোরহানউদ্দিনে এমপি মুকুলকে সংবর্ধনা

আর্কাইভ