ক্ষুদে গানরাজের ষষ্ঠ আসর সেরা রবিশালের ‘অংকন’

প্রথম পাতা » ফটোগ্যালারী » ক্ষুদে গানরাজের ষষ্ঠ আসর সেরা রবিশালের ‘অংকন’
শনিবার, ৬ মে ২০১৭



---

ভোলাবাণী: আনন্দে অভিভূত, আপ্লুত ক্ষুদে গানরাজ বিজয়ী রবিশালের অংকন প্রতিক্রিয়ায় জানাল ছোট্ট আবদার ‘আমার জন্য সবাই দোয়া করবেন, গান নিয়ে আমি যেতে চাই অনেক দূর।’ মোহনীয় একরাতে সেই কণ্ঠে সুর ও লয়ের ঢেউয়ের ঝড় তুলে শুধু তিন বিচারক নয়, দেশে-বিদেশে কোটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছে অংকন।

পুরস্কার হিসেবে সে জিতে নিলো চ্যানেল আই ক্ষুদে গানরাজের ষষ্ঠ আসরের সেরা খেতাব। মাথায় ঝলমলে মুকুট পরিয়ে দেওয়ার পাশাপাশি তার হাতে দেওয়া হয় পুরস্কারের অর্থমূল্য চ্যানেল আই ও ডিয়ন চকলেটের সৌজন্যে পাঁচ লাখ টাকার চেক।

সেই সঙ্গে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০ বছরের জন্য শিক্ষাবৃত্তি, জাপান-বাংলাদেশ হাসপাতাল ও গ্রীণলাইফ হসপিটালের সৌজন্যে স্কুলজীবন পর্যন্ত চিকিৎসাসেবার সনদ।

সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী লাকী আখন্দকে স্মরণ করার মধ্য দিয়ে গতকাল রাত ৮টায় শুরু ক্ষুদে গানরাজের চ্যাম্পিয়ন সন্ধানের অনুষ্ঠান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী মিতালী মুখার্জি। গান পরিরেবশনের পাশাপাশি তিনি সকল শ্রোতা-দর্শককে শুভেচ্ছা জানান এবং এই অনুষ্ঠানে তাকে আমন্ত্রন জানানোর জন্য চ্যালেন আইকে ধন্যবাদ জানান।

এ আসরটি বসেছিল ৫ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। বিজয়ীদের পুরস্কার ঘোষণা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ঠাকুর গাঁওয়ের ঐক্য। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় তিন লাখ টাকা, শরীফ কিচেন স্টারের সৌজন্যে। দ্বিতীয় রানার আপ হয়েছে চট্টগ্রামের ঐশি। তার হাতে তুলে দেওয়া হয় চ্যানেল আই ও ডিয়ন চকলেটের সৌজন্যে নগদ ২ লাখ টাকা।

তারাও পেয়েছে শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে চিকিৎসাসেবার সুযোগ। অপর ফাইনালিস্ট প্রান্ত, অংকন, ঐক্য, ঐশি, তিলোত্তমা, অথি ও ঈশিকা। বিশেষ পুরস্কার পেয়েছে সেরা সাতের একজন তিলোত্তমা।

ক্ষুদে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক আবদুর রশিদ মজুমদার ও মুকিত মজুমদার বাবু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ ও শরীফ গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক এম রজ্জব শরীফ। এ সময় উপস্থিত ছিলেন অতিথি বিচারক ভারতীয় কণ্ঠশিল্পী মিতালী মুখার্জী, প্রতিযোগিতার প্রধান দুই বিচারক কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও ব্যান্ডতারকা এসআই টুটুল।

এর আগে ১০ মিনিটের তথ্যচিত্রে তুলে ধরা হয় ক্ষুদে গানরাজের স্মরণীয় কিছু মুহর্হৃত। জানান হয় এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রায় ৬৫ হাজার প্রতিযোগী অংশ নেয়। আরও ছিল তানজিলের পরিচালনায় ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির দলীয় পরিবেশনা।

প্রতিযোগীদের চূড়ান্ত পরীক্ষা পর্বে সেরা সাত ক্ষুদেশিল্পীর একক পরিবেশনা ছাড়াও দ্বৈত সংগীত পরিবেশনায় ক্ষুদেদের সাথে দ্বৈত সংগীত পরিবেশন করেন শফি মন্ডল, মেহের আফরোজ শাওন, শফিক তুহিন, আঁখি আলমগীর, সেরাকণ্ঠ শারমিন, আশিক ও ইমরান। মহা উৎসব অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ। তাদের গানে সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নেন এক ঝাঁক নৃত্য শিল্পী। আরও ছিল তানজিলের পরিচালনায় ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির দলীয় পরিবেশনা।

ক্ষুদে গানরাজ অনুষ্ঠানের মহা উৎসবে পরিচয় করিয়ে দেয়া হয় এবারের ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬ এর প্রধান বিচারক মিতালী মুখার্জী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও উপস্থাপক মারিয়া নূরকে। তাদের পরিচয় পর্বের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সেরাকণ্ঠ পরিচালনা করবেন ক্ষুদে গানরাজের পরিচালক ইজাজ খান স্বপন। মীম চৌধুরীর উপস্থাপনায় ক্ষুদে গানরাজ মহা উৎসব সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২৩   ২৬১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ