স্বামীর মৃত্যুর ৭ বছরেও কোন ভাতা জোটেনি লালমোহনের নিঃস্ব ‘মানিক জানে’র

প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বামীর মৃত্যুর ৭ বছরেও কোন ভাতা জোটেনি লালমোহনের নিঃস্ব ‘মানিক জানে’র
শনিবার, ৬ মে ২০১৭



অসহায় মানিক জান

আমজাদ হোসেন, ভোলাবাণী: ভোলার লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়নের নিঃস্ব মানিক জানের (৪৫) ভাগ্যে স্বামী মৃত্যুর সাত বছরেও জোটেনি সরকারের কোনো তহবিল বা ইউনিয়ন পরিষদের ভাতা।

কোন মতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে নিজের ক্ষুধার জ্বালা মেটাতাম এমনটাই কান্না জড়িত কন্ঠে বললেন অসহায় মানিক জান।

তিনি আরও বলেন স্বামীকে হারিয়েছি সাত বছর আগে, দুইডা মেয়ে ছিলো, ঢাকায় থাকে বড়োডার বিয়া হইছে আর ছোটডার হয়নায়। কাজ করে মানুষের বাসায় মাঝে মাঝে বাড়ি আসে । স্বামী সন্তান হারিয়ে নিঃস্ব মানিক জান স্মৃতি হিসেবে তার নিজের স্বামীর রেখে যাওয়া ভিটিতেই পড়ে আছেন কোন রকম না খেয়েই।

তার সাথে দেখা হওয়ায় কেঁদে কেঁদে তার কষ্টের কথা গুলো বলতে লাগলেন।

স্বামী জয়নাল আবেদিনের আগের স্ত্রী মারা যাওয়ার পর মানিকজানকে বিয়ে করলেন। স্বামীর আয় রোজগারে ভালোই কাটছিলো তাদের সংসার । আগের ঘরের সন্তানেরা আমাদের ছেড়ে চলে গেছে একটা টাকা পয়সাও দেয়না। সাত বছর আগে স্বামী মারা যায় মানিকজানের। এরপর থেকেই রোগ শোক আর খাদ্যের অভাব দেখা দেয়।

কিভাবে খাবো ঔষধ শুধু বসত ভিটা ছাড়া আর কোনো জমি নেই ।মানুষের জমিতে ফসল তুলতাম তাও এবার নেই ঝর বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে,আমি পাবো কোথায় শাড়ির আচলে চোখের পানি মুছতে মুছতে বললেন মানিকজান।

ওয়ার্ডের মেম্বার কে জানিয়েছেন ভাতার কথা উত্তরে বললেন যাদের আছে তারাই ভাতা বা ভিজিএফ চাল পায় আমি পাইনি। একবার গিয়েছিলাম চেয়ারম্যানের কাছে সেদিন সবাইকে চাল দিয়েছিলো, আমি বাড়ির নাম বলেছিলাম তারা বললো জনু মালের বাড়ি চিনিনা। সেদিন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল পরিষদের লোকজন।

আজ আমি নিঃস্ব আল্লাহ ছাড়া আর কেউই নেই আমার ।

সরেজমিনে দেখা যায় বসত ভিটা ছাড়া আর কোন জমি নেই তার সাথে ভাঙা একটি দুই চালা ঘর। মানিকজানের মতো এভাবেই অসহায় জীবন যাপন করে সম্পদ লোভী মানুষের ভিড়ে হাজারো বৃদ্ধা। তাদের নেই জন প্রতিনিধি মেম্বার কিংবা চেয়ারম্যান,আছে ঝর বৃষ্টিতে সংগ্রাম করে করে বেঁচে থাকার এক টুকরো চাহনি।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৭   ৪১৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪মোটরসাইকেল ও উড়োজাহাজ প্রতীকে ভোট চাইলেন: মোহাম্মদ ইউনুস
মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥

আর্কাইভ