উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪



ছোটন সাহা ॥ভোলাবাণী।।

২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার ৩ উপজেলায় সর্বমোট ৩৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার (২১ এপ্রিল) জেলা রির্টানিং কার্যালয়ে প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন।

 

ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

এদের মধ্যে চেয়ারম্যান পদে সর্বমোট ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন রয়েছেন।

ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন।

এ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যাস মোশারেফ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস ও মোহাম্মদ ইউসুফ।

ভাইস চেয়ারম্যান পদে মনেনয়ন জমা দিয়েছেন এসএম আলী নেওয়াজ, আজিজুল ইসলাম, মিজানুর রহমান ও হুমায়ুন কবির।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ছালেহা আক্তার, জান্নাতুল ফেরদৌস, ফরিদা ইয়াসমিন, রাবেয়া নিশা, রাবেয়া বসরি, রেহানা ফেরদৌস ও সেতারা বেগম।

দৌলতখান উপজেলায় মোট ১৩ প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আনিসুর রহমান, মামুনুর রশিদ, আনোয়ার হোসেন, মোঃ ইয়াছিন ও মনসুর আলম খান।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ সেলিম, আনোয়ারুল ইসলাম, অনিকুল ইসলাম ও আবদুল অদুদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেনু বেগম, কহিনুর বেগম, বিবি ফাতেমা ও শিউলি বেগম।

বোরহানউদ্দিন উপজেলায় মোট ১১ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে আবুল কালাম, মোঃ জাফর উল্ল্যাহ, মোস্তাফিজুর রহমান ও মোঃ রাসেল। ভাইস চেয়ারম্যান পদে মনসুরুল আলম, মোঃ আলী হীরা, মোঃ ইসমাইল খান ও হাসিব চৌধুরী বাধন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকতারুল নেছা, মাহফুজা ইয়াসমিন ও রাজিয়া সুলতানা।

ভোলা জেলা নির্বাচন অফিসার ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহামী ২১ মে ২য় ধাপে ভোলার ৩টি উপজেলার ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ৭:০০:২০   ৪৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ