বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ

প্রথম পাতা » দুলার হাট » চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



 

 

 

---চরফ্যাশন অফিস \
সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে কবির হোসেন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। তার বাড়ি উপজেলার দুলারহাট এলাকায়। কথিত ওই সাংবাদিকের চাঁদা বাজীতে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে দুলারহাট সেবা সমিতির সাবেক সভাপতি শাহে আলম কর্তৃক আয়োজিত সংবাদ  সম্মেলনে নুরাবাদ, নীলকমল, আহাম্মদপুর ও আবুবক্করপুর ইউনিয়নের বেশ কিছু ভুক্তভুগী পরিবার তার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ কবির হোসেন সাংবাদিক না হয়েও নিজেকে ফেইস বুক সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ প্রকাশের  ভয় দেখিয়ে  চাঁদাবাজীতে লিপ্ত রয়েছেন। ভুক্তভোগী নুরাবাদ ২নম্বর ওয়ার্ডের সেতারা বেগম,আব্দুর রব, রানু বিবিসহ অসংখ্য নারী পুরুষ অভিযোগ করেন,কবির হোসেন ওরফে পঁচা কবির এলাকায় বিবাহ অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে  সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অসহায় মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। তার বিরুদ্ধে ভুক্ত ভোগীদের এমন অভিযোগের ভিডিও রেকর্ড এ প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে।
স্থানীয়রা জানান, অভিযোগের বিষয়ে সেবা সমিতির সাবেক সভাপতি শাহে আলম কবিরকে সোমবার জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং তাকে দেখে নেয়ার হুমকী দেন। এঘটনার জের ধরে কবিরের চাঁদাবাজিতে অতিষ্ট স্থানীয়রা একাত্রিত হয়ে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এই সময় অসংখ্য নারী-পুরুষ সংবাদকর্মীদের সামনে কবিরের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদা বাজির অভিযোগ করেন। বিধবা নারী ময়ফুল বলেন, আমার কাছ থেকে ৪ হাজার টাকা নিয়ে নিউজও করেনি পত্রিকাও দিতে পারেনি। জিজ্ঞেস করলে বলে আমি ফেইসবুকে দিয়েছি। টাকা ফিরতে চাইলে গালমন্দ করেন। এদিকে সংবাদ সম্মেলন শেষে বাড়ি ফেরার সময় কবির হোসেন ও তার ৪ মেয়ে সংবাদ সম্মেলনের আয়োজনকারী শাহে আলমসহ ৩জনকে পিটিয়ে আহত করেছেন। আহতরা হলেন আবু বকরপুর ইউনিয়নের মো. ফয়সাল. নীলকমল ৫নং ওয়ার্ডের মো, সেলিম এবং সংবাদ সম্মেলনের আয়োজক মো. শাহে আলম। শাহে আলমের অভিযোগ হামলাকারী কবির এবং তার মেয়েরা  মরিচের গুড়া মেরে, ইট নিক্ষেপ করেন। আহতদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে কবির হোসেন সাংবাদিকদেরকে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক।

বাংলাদেশ সময়: ০:৫০:১৫   ৩৪ বার পঠিত  |