মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি ॥
মনপুরা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ৬টি রোগে আক্রান্ত ক্যান্সার ,কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোক প্যারালাইজড,জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে।
বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে ৬ জন আক্রান্ত রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার মোট ৬ লক্ষ টাকার চেক বিতরন করা হয়।
রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম ,ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা, সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মোঃ শাহ আলম।
আর্থিক সহায়তার চেক পেয়েছেন ক্যান্সার আক্রান্ত রোগী মোঃ ইকবাল হোসেন,ছলেমা খাতুন, মোঃ হেলাল উদ্দিন, রত্তন মাঝি, জন্মগত হৃদরোগে আক্রান্ত মোঃ ফিরোজ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মোঃ ছেলামত।
বাংলাদেশ সময়: ১৭:৩৪:৪৯ ৯৪ বার পঠিত |