মনপুরায় বিষধর রাসেল ভাইপার উদ্ধার।।বনে অবমুক্ত

প্রথম পাতা » এক্সক্লুসিভ » মনপুরায় বিষধর রাসেল ভাইপার উদ্ধার।।বনে অবমুক্ত
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



মোঃছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি ॥

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় নদীর পাড়ে ভয়ংকর বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে। তবে স্থানীয়রা প্রথমে অজগর সাপ মনে করলেও বনবিভাগের কর্মকর্তারা পৃথিবীর সবচেয়ে ভয়ংকর সাপ রাসেল ভাইপার বলে শনাক্ত করেন।

মেঘনা নদীর পাড়ে পরিতক্ত জালে আটকা পরে এই বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) ।

মঙ্গলবার (২রা জানুয়ারী) ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক কামাল হুজুরের এর বাড়ির এলাকার মেঘনা নদী পাড়ে জেলেদের পরিতক্ত কারেন্ট জালের আটকে পড়া রাসেল ভাইপার সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে স্থানী য়এক যুবক বন বিভাগকে টিমকে খবর দেয়। খবর পেয়ে দ্রত রামনেওয়াজ বিটে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাসেল ভাইপার সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন ।পরে বনবিভাগগের সদস্যরা সাপটিকে রামনেওয়াজ বিটের সোনারচর গহীন অরণ্যে অবমুক্ত করেন।
এ ঘটনায় উপজেলায় নদীপাড় এলাকায় গ্রামগুলোতে বিষধর রাসেল ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে।
বন বিভাগের রামনেওয়াজ বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম মিলন জানান, মনপুরা উপজেলার ১নং মনপুরা কাইয়ারটেব মেঘনা নদীর পাশে পরিতক্ত জালে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মেলে। স্থানীয়দের কাছে খবর পেয়ে রামনেওয়াজবিটের সদস্যরা ৩ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের ওজন প্রায় ৬০০ গ্রাম একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করেন। ধারণা করা হয়,  ওই এলাকাটি মেঘনা নদী তীরবর্তী হওয়ায় সাপটি জোয়ারের পানিতে ভেসে এসেছে।পরে দুপুর ১ টার দিকে সাপটি অবমুক্তকরা হয়।

মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান. বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সবচেয়ে বিষধর।আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে এই সাপকে কিলিং মিশন বলেও ডাকা হয়। মারাত্মক বিষধর প্রজাতির এ রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ নিচু জমির ঘাস যুক্ত উন্মুক্ত পরিবেশে এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। এরা নিশাচর, এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোটপাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। অন্যান্য সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে রাসেল ভাইপার সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। এরা বছরের যেকোনো সময় প্রজনন করে।তাই সবাইকে সচেতন থাকার আহব্বান করছি ।

বাংলাদেশ সময়: ২২:০৫:১১   ১০৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভোলাবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আকতার হোসেন
ভোলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর
ভোলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান শাহিন
অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান ভোলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মজনু মোল্লা
চরফ্যাশন মনপুরাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমপি জ্যাকব ॥
ভোলায় ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মুখে হাসি ফুটালো বিবা’র মানবতার দেয়াল
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
ভোলায় রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন

আর্কাইভ