ভোলায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। মহান বিজয় দিবস, শহিদ দিবস ও ভোলা মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ১৬ই নভেম্বর (সোমবার) জেলা প্রশাসন কার্যালয়ে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, প্রমুখ।

ভোলায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।জেলা প্রশাসক বলেন দিবসটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে ভবিষ্যৎ নাগরিকরা এর সঠিক তাৎপর্যের মূল্যদিতে পারে তার জন্য আরো কি কি করা যায় এ ব্যাপারে ওপেন পরামর্শ করেন। এ সময়ে কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফয়সাল, জেলা স্কাউট লিডার মোঃ মনিরুল ইসলাম, ভোলা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মশিউর রহমান পিংকু। অনেকই তাদের মতামত পেশ করেন। তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে জেলা প্রশাসক বলেন ভোলার বিভিন্ন পয়েন্ট, লঞ্চঘাট, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে পৌর মেয়র, গণপূর্ত এবং পিডিবির হস্তক্ষেপ কামনা করেন। প্রতিটি মার্কেটকে তাদের সাধ্য অনুযায়ী আলোকসজ্জার ব্যবস্থা করার পরামর্শ দেন। আলোক শয্যা সুন্দর করার লক্ষ্যে শ্রেষ্ঠ আলোকসজ্জাকারীদের পুরস্কারের ঘোষণা দেন।

সূর্যোদয়ের সাথে সাথেই জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে সম্পৃতিস্তম্ভে পুস্পস্থবক অর্পন শেষে যোগীরগোল বদ্ধভূমিতে সকাল ৭টায় পু¯পস্তবক অর্পন করা হবে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাঠেই প্রদান করা হবে। তাছাড়া ১০ডিসেম্বর ভোলা মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা রয়েছে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পু¯পস্থবক অর্পণসহ বিভিন্ন মসজিদ পেগোটা, গীর্জা, উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার ব্যবস্থা সহ নানাবিধ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ৮:০৪:১৭   ২২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল বোরহানউদ্দিনে এমপি মুকুলকে সংবর্ধনা
চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায়লালমোহনে নুরুন্নবী চেীধুরী শাওনকে নাগরিক সংবর্ধনা
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব : ইইউ
দ্বাদশ সংসদ নির্বাচনছোট ছোট দল নিয়ে জমে উঠছে নির্বাচন
বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজউইলিয়ামসনের সেঞ্চুরির পরও নড়বড়ে নিউজিল্যান্ড
মনপুরায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভোলায় অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল।
ভোলায় জেলা বিএনপির মশাল মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার
লালমোহনে ‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণে নিহত ১

আর্কাইভ