ভোলায় হরতালের সমর্থনে বিএনপির মিছিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় হরতালের সমর্থনে বিএনপির মিছিল
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই তফসিলকে একতরফা দাবি করে প্রত্যাখান করেছে বিএনপি-জামায়তসহ সমমনা বিরোধী দলগুলো।

রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে দুদিনের হরতালও দিয়েছে তারা। রাজনৈতিক সেই কর্মসূচির সমর্থনে ভোলায় মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

ভোলায় হরতালের সমর্থনে বিএনপির মিছিল

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ভোলা শহরের মহাজপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বরিশাল দলান হয়ে আবারো মিছিলটি একই স্থানে এসে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, বশির হাওলাদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা সোবচ্ছাসেবক  দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুবদলনেতা বিল্লাল হোসেন, যুবদলে নেতা মোশাররফ হোসেন বাহার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনসহ বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শ্লোগান দেওয়া হয়। এ ছাড়া সংক্ষিপ্ত সমাবেশে বর্তমান সরকারের সমালোচনা করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হয়।সমাবেশে বক্তারা রাজপথে অবস্থান করে বিএনপি ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ৮:০১:০৯   ৮১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ