স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. হাবিবউল্লাহকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে র্যাব তাকে গ্রেফতার করে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ভোলা র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। হাবিবউল্লাহ সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পশ্চিম চৌমুহনী গ্রামের মো. আজিজুল হকের ছেলে।এএসপি জামাল উদ্দিন জানান, হাবিবউল্লাহ ২০১৮ সালে কুমিল্লা লাকসামে মাদকসহ গ্রেফতার হয়। মামলা বিচার আমলে যাওয়ার পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আদালতের এই রায়ের পর থেকে হাবিবউল্লাহ পলাতক থাকে। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ২২:৪৩:০৫ ৪৬ বার পঠিত | গ্রেফতারভোলfযাবজ্জীবনসাজাপ্রাপ্ত আসামি