আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।
বঙ্গবন্ধুর জীবন ও একটি জাতির জন্ম নিয়ে নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখে আমার হৃদয় কেঁপে উঠেছে। এটি একটি ঐতিহাসিক ও হৃদয় বিদারক ছবি। এই ছবির মাধ্যমে ইতিহাসের অনেক কিছু উঠে এসেছে। ছবিটি আমার হৃদয় স্পর্শ করেছে।তরুন প্রজন্মের এই ছবিটি দেখে অনেক কিছু শিখতে পারবে বলে জানান সাবেক বানিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভোলা শহরের রুপসী সিনেমা হলে নিজ পরিবার নিয়ে এই ছবিটি দেখেন তিনি। এসময় তোফায়েল আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই নেতাকে বাংলাদেশের মানুষ হত্যা করতে পারে এটা কোনদিন কেউ ভাবেনি। ১৫ আগষ্ট একটা মর্মান্তিক দিন। এই ছবিটার মধ্যে দিয়ে সেই দৃশ্য গুলো ফুটে উঠেছে।তিনি আরো বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু জাতির পিতা ধীরে ধীরে কিভাবে কারাগারে অন্ধকার কক্ষে থেকে সংগ্রাম করে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করেছে। সেই দৃশ্য গুলো তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। আপরদিকে ১৫ আগষ্ট যখন দেখালো তখন আমার হৃদয় কেঁপে উঠেছে। ছবিতে বাঙালির মুক্তি সংগ্রাম এবং ১৯৭৫ সালের মর্মান্তিক ঘটনাকে যেভাবে তুলে আনা হয়েছে সেজন্য পরিচালক শ্যাম বেনেগালকে ধন্যবাদ জানান তোফায়েল আহমেদ।
এসময় তিনি এই ছবির অভিনেতাদের প্রশংসা করে বলেন, ছবির সকল কলাকুশলী অনেক ভালো অভিনয় করেছেন। আমি খুবই মুগ্ধ হয়েছি। বিশেষ করে বঙ্গবন্ধুর চরিত্র আরিফিন শুভ অনেক ভালোভাবেই ফুটিয়ে তুলতে পেরেছে। সেজন্য তাকে সহ সবাইকে ধন্যাবাদ জানান।
এসময় তিনি তরুন প্রজন্মমের উদ্দেশ্যে বলেন, যাঁরা বঙ্গবন্ধুকে জানতে চান, বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস জানতে চান, এই চলচ্চিত্রটি তাঁদের অনেক কিছু শিখাতে পারবে। এছাড়াও সকলকেই তিনি ছবিটি দেখার জন্য আহবান জানান।
এসময় তোফায়েল আহমেদ এর সাথে ছবিটি দেখেন তার দাম্পত্য সঙ্গী আনোয়ারা বেগম, ভোলা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম, ভোলা জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:৩৮:৩৫ ৯৪ বার পঠিত | তোফায়েল আহমেদ‘মুজিব একটি জাতির রুপকার