শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

চরফ্যাশনে পালিয়ে যাওয়া তিন শিশুকে একদিন পর উদ্ধার

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাশনে পালিয়ে যাওয়া তিন শিশুকে একদিন পর উদ্ধার
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩




---মিজান নয়ন ও সেলিম রানা॥ চরফ্যাশন অফিস, ভোলা বানী॥

ভোলার চরফ্যাশনে পড়া লেখা ফাঁকি দিয়ে ঘর পালানো তিন শিশুকে এক দিন পর  উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ( ৬ অক্টোবর) দক্ষিণ আইচা থানা পুলিশ  ভোলার বোরহান উদ্দিন উপজেলার মির্জাকালু লঞ্চঘাট থেকে শিশু তিনটিকে উদ্ধারের পর দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। উদ্ধারকৃতরা হলেন- চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানার চর মানিকা এক নম্বর ওয়ার্ডস্থ জামাল উদ্দিনের ছেলে জুনায়েদ(১০), একই এলাকার মো. বেল্লালের ছেলে সিয়াম(১০) ও মো.আব্বাছ,র ছেলে তানজিল(১১)। দক্ষিণ আইচা থানার এসআই মো.রিয়াজুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। থানা সুত্রে জানাগেছে, বুধবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বিকেলে শিশু তিনটি ঘরে ফিরেনি। স্বজনরা সম্ভাব্য স্থানে খুঁজেও তাদেরকে না পেয়ে বৃহস্পতি বার জুনায়েদের পিতা জামাল উদ্দিন দক্ষিন আইচা থানায় সাধারন ডাইরী করেন। এস আই রিয়াজুল ইসলাম জানান,  শিশুদের মধ্যে সিয়াম মাদ্রাসায় এবং অন্য দুইজন প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করে। উদ্ধারের পর শিশুরা জানায় লেখা পড়া ফাঁকি দিতে তারা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলো।  

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাঈদ আহমেদ জানান, শিশু নিখোঁজ হয়েছে মর্মে এক শিশুর পিতা সাধারন ডাইরী করার পর সোর্সের মাধ্যমে অবগত হয়ে এস আই রিয়াজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স মির্জাকালু লঞ্চঘাট থেকে তিন শিশুকে উদ্ধার করেছে ।

বাংলাদেশ সময়: ২১:৪৯:৫৫   ১১৯ বার পঠিত  |