মোঃ ছালাহ উদ্দিন।।ভোালাবাণী।।মনপুরা প্রতিনিধি।।
মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় জন্ম নিবন্ধন দিবসে শিশু জন্ম নিবন্ধন করে কার্ড বিতরন কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। সভায় বক্তব্য রাখেন প্রানিজ সম্পাদ কর্মবর্তা ডা. মোঃ আবুবকর ছিদ্দিক, দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, ১নং মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর।
এই সময় মনপুরা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ ছালাহউদ্দিন,হাজিরহাট ইউপি সচিব মোঃ ইয়াজউদ্দিন সিয়ান, উত্তর ও দক্ষিন সাকুচিয়া ইউপি সচিব রুমন চন্দ্র দেসহ স্থানীয় জনপ্রতিনিধিগন, সাংবাদিক, বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৪০:০০ ১২৭ বার পঠিত | জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসমনপুরা