ভোলা বাণী ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলাবাসীকে রাক্ষুসী মেঘনার ভাঙ্গন থেকে রক্ষায় ৫শত ৫১ কোটি টাকা ব্যয়ে ব্লকের কাজ শুভ উদ্বোধন করায় ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলকে অভিনন্দন জানিয়ে বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি এম এ আকরাম, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ দে সাক্ষরিত এক বিবৃতি দেন ।
বিবৃতিতে অভিনন্দন জানান ,বোরহানউদ্দিন প্রেসক্লাবের সদস্য নুরুজ্জামান, মেজবাহ উদ্দিন সম্রাট, দীন ইসলাম রুবেল, আবুল বাশার, উজ্জল হাওলাদার,এবিএম সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ , কামরুল আহসান চৌধুরী , সামসুদ্দিন রকেট ,ফয়সাল আহমেদ, ছোলায়মান, হাসনাইন , আ:রহমান কবির, শহিদুল ইসলাম, এস এম সোহেল, সোহাগ হাওলাদার, জুয়েল সাহা বিকাশ ,জোবায়ের সোহেল, শাখাওয়াত, মোর্শেদ সহ প্রমুখ ।
বাংলাদেশ সময়: ৯:৩১:৩৯ ১৬৭ বার পঠিত |