স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।ধুমপান করাকে কেন্দ্র করে ভোলায় যুবকের ছুরিকাঘাতে রাসেল (১৯) নামে এক জেলে নিহত হয়েছেন। শনিবার (৯ সেপ্টম্বর) সকালে সদরের ইলিশা ইউনিয়নের চডার মাথা এলাকা এ ঘটনা ঘটে।
নিহত রাসেল পূর্ব ইউনিয়নের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রিয়াদ নামে একজনকে আটক করেছে।ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, সকালের দিকে লঞ্চ এলাকায় রাসেল ও রিয়াদ নামে দুই জেলে ধুমপান করছিলেন। এসময় ধুমপান করা নিয়ে উভয়ের মধ্যে বাগ-বিতন্ডা হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে রাসেলকে ছুরিকাঘাত করেন রিয়াদ। এতে রাসেল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:২৫ ১৩৩ বার পঠিত |