বেশি আক্রান্ত শিশুরাভোলায় বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়া, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বেশি আক্রান্ত শিশুরাভোলায় বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়া, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



ছোটন সাহা ॥ভোলাবাণী।।

ডেঙ্গুর পর উপকূলীয় জেলা ভোলায় বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়া। এতে বেশি আক্রান্ত শিশুরা। গত এক মাসে চিকিৎসা নিয়েছেন এক হাজারের অধিক রোগী। যাদের মধ্যে ঠান্ডাজনিত রোগে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুরা।

হঠাৎ করেই নিউমোনিয়ার প্রকোপ বেশি হওয়ায় হাসপাতালে বেড়েছে রোগীদের চাপ। স্থান সংকুলার না হওয়ায় এক শয্যায় গড়ে চিকিৎসা নিচ্ছেন ২/৩ জন রোগী। যাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, ডেঙ্গুর প্রকোপ স্বাভাবিক হলেও বেড়েছে নিউমোনিয়া। টানা বৃষ্টিপাতের পর গরমের প্রকোপ বাড়ায় উপকূলীয় জেলায় ভোলার ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া রোগী। হাসপাতাল গুলোতে বেড়েছে রোগীর চাপ। সবচেয়ে বেশি চাপ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯৫ জন। ৬৫ বেডের বিপরীতে রোগীর চাপ বেশি থাকায় শয্যা সংকট দেখা দিয়েছে।

শয্যার অভাবে বাধ্য হয়েই খাদাগাদি করেই চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। এতে ভোগান্তি বাড়ছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের।

রোগীর অভিভাবক কুলসুম ও মরিয়ম বেগম বলেন, তিনদিন ধরে শিশুকে নিয়ে হাসপাতালে আছি। এখন ঘরে ঘরে জ্বর বলা যায়, আমরা শিশুদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনিরুল ইসলাম বলেন, রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। এ সময়টায় রোগীর চাপ একটু বেশি, অভিভাবকদের আরও বেশি সচেতন এবং যতœবান হতে হবে।

আবহাওয়া স্বাভাবিক হলে রোগীর চাপ কমবে বলে মনে করছেন সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান। তিনি বলেন, হাসপাতাল গুলোতে রোগীর চাপ বেশি হলেও আমাদের ওষুধ পর্যাপ্ত রয়েছর। আমরা সাধ্যমতো রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৮ জন নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে গত ৭ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৪ জনে। এক মাসে মোট আক্রান্ত ১০৪৩ জন।

বাংলাদেশ সময়: ৮:১০:২৬   ৬০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল বোরহানউদ্দিনে এমপি মুকুলকে সংবর্ধনা
চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায়লালমোহনে নুরুন্নবী চেীধুরী শাওনকে নাগরিক সংবর্ধনা
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব : ইইউ
দ্বাদশ সংসদ নির্বাচনছোট ছোট দল নিয়ে জমে উঠছে নির্বাচন
বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজউইলিয়ামসনের সেঞ্চুরির পরও নড়বড়ে নিউজিল্যান্ড
মনপুরায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভোলায় অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল।
ভোলায় জেলা বিএনপির মশাল মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার
লালমোহনে ‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণে নিহত ১

আর্কাইভ