ভোলার ৩শত জেলে পেলো জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার ৩শত জেলে পেলো জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



খলিল উদ্দিন ফরিদ ॥ভোলাবাণী।।

ভোলার জেলেদের মাঝে জীবন রক্ষা লাইফ জ্যাকেট বিতরণ করেছে আমেরিকার একটি স্বে”ছাসেবী সংগঠন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ২নং পূর্ব ইলিশা ঐতিহ্যবাহী নাদের মিয়া বাড়ির মাঠে আনুষ্ঠানিকভাবে এই লাইফ জ্যাকেটগুলো বিতরণ করা হয়।
ঢাকাস্থ  ভোলা সদর উপজেলা সমিতির মাধ্যমে আমেরিকার ওয়ালিভেন্ট ইন কর্পোরেশন নামের স্বে”ছাসেবী সংগঠন লাইফ জ্যাকেট বিতরণ করে। এ উপলক্ষ্যে জেলেদের জীবন-জীবিকা এবং মৎস্য জীবিদের সুরক্ষায় কি করা যায় সে বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন সংস্থার নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন  দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন

ঢাকাস্থ’ ভোলা সদর উপজেলা কমিটির কর্মকর্তা ও আয়োজন কমিটির আহ্বায়ক হাসনাত মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ’ সদর উপজেলা সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ওয়োলিভেন্ট ইন কর্পোরেশনের উপদেষ্টা প্রকৌশলী মার্ক ফারুকী ও প্রতিষ্ঠাতা সভাপতি সাইমন ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ও ঢাকাস্থ’ ভোলা সদর উপজেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বেলাল, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু ও নাদের মিয়া পরিবারের সদস্য কামরুল আলম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন, তালহা তালুকদার বাঁধন।

সদর উপজেলার ইলিশা, কাচিয়া, রাজাপুর ও শিবপুর ইউনিয়নের ৩ শত জেলে লাইফ জ্যাকেট গ্রহন করছেন।

অনুষ্ঠানের শুরুতে আমেরিকা থেকে আগত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার ইলিশা, কাচিয়া, রাজাপুর ও শিবপুর ইউনিয়নের ৩ শত জেলেকে লাইফ জ্যাকেট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে ঢাকা এবং আমেরিকা থেকে আগত অতিথিরা বক্তৃকালে সকলেই আগামী দিনে জেলেদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ওয়ালিভেন্ট ইন কর্পোরেশন এবং ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতি ভবিষ্যতে ভোলার জেলেদেও কল্যাণে প্রকল্প গ্রহণের ঘোষণা দেন। একই সঙ্গে ওয়ালিভেন্ট ইন কর্পোরেশন এর সভাপতি সাইমন ফারুকী দুর্যোগ কবলিত ভোলার জেলে এবং অন্যান্যদের জন্য ভবিষ্যতে আরো প্রকল্পগ্রহণ করার আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১১:০৪:৪৩   ৯২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ