৩০ জুলাইভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ৩০ জুলাইভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসক
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩০ জুলাইয়ের বিক্ষোভ সমাবেশে অনুমতি দিয়েছে জেলা প্রশাসক। বৃহস্পতিবার অ্যাডভোকেট জিয়াউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুমতির আবেদন নিয়ে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করলে তিনি এই অনুমতি প্রদান করেন।

ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসক

সুপ্রিম কোর্ট ও ভোলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট জিয়াউর রহমান জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন, নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের উদ্যগতি রোধ ও সরকারের শোষণ নির্যাতনের বিরুদ্ধে, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলায় জেলায় আগামী ৩০ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেন।সে মোতাবেক বৃহস্পতিবার আমার নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করি। তিনি সমাবেশের খোঁজখবর নিয়ে এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুরোধ জানিয়ে আমাদেরকে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি দেন। প্রতিনিধি দল আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃংখল দল। আমরা জেলা প্রশাসককে বুঝাতে সক্ষম হয়েছি যে, বিগত দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেভাবে সুশৃংখলভাবে সমাবেশ করেছে। আগামী ৩০ তারিখের বিক্ষোভ সমাবেশও আমরা সেভাবেই শান্তিপূর্ণভাবে করব। আমাদের কথায় আশ্বস্ত হয়ে, জেলা প্রশাসক আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে জেলা প্রশাসককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

জামায়াতের প্রতিনিধি দলে আরো ছিলেন, এডভোকেট মোহাম্মদ উল্লাহ, এডভোকেট রহমতুল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারী জিয়াউল মোর্শেদ, অফিস সেক্রেটারী মাস্টার নুরুল ইসলাম।

এ বিষয়ে নবাগত জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন, যেহেতু এটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচী সেহেতু তারা সুশৃংখলভাবে তাদের কর্মসূচী পালন করবে। প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সেটা তাদেরকে দিবো।

বাংলাদেশ সময়: ৮:৫৫:২৮   ৯১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন

আর্কাইভ