
ভোলাবাণী আন্তর্জাতিক ডেক্স।। পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়াকে চীন সামরিক প্রযুক্তি সরবরাহ করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়াকে সমরাস্ত্র দেওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে চীন। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রকাশিত মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের (ওডিএনআই) তৈরিকৃত এই প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক স্থায়ী কমিটি।ওডিএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে দুইবার ব্যবহার করা যায় এমন সামরিক প্রযুক্তি সরবরাহ করছে চীন। কাস্টমসের তথ্য থেকে দেখা যায়, চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাগুলো রাশিয়ান প্রতিরক্ষা সংস্থাগুলোকে ন্যাভিগেশন সরঞ্জাম, জ্যামিং প্রযুক্তি ও যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ করছে।
এমনকি ইউক্রেন যুদ্ধ শুরুর হওয়ার পর চীন রাশিয়ার আরও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে চীন রাশিয়াকে সামরিক সরঞ্জাম দিচ্ছে বলে দাবি করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন। তবে সামরিক সরঞ্জাম দিলেও সেগুলো বড় আকারে নয় বলেও জানিয়েছিলেন তিনি।
রাশিয়ায় চীনের এমন প্রযুক্তি সরবরাহ করা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন কর্মকর্তা বলে আসছেন, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রাশিয়াকে চীন লিথাল সহায়তা করছে এমন প্রমাণ তারা এখনো পাননি।
বাংলাদেশ সময়: ৯:১৩:০৫ ৫৭ বার পঠিত | চীনযুক্তরাষ্ট্রযুদ্ধরাশিয়ারাশিয়া-ইউক্রেন