ছোটন সাহা ॥ভোলাবাণী।।
উপকূলীয় জেলা ভোলাতেও চোঁখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় এ জেলায় আক্রান্ত হয়েছে ৩৮ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৪ জন। ২৪ দিনে সর্বমোট আক্রান্ত হয়েছে ৩৫৪ জন।

এদিকে সংক্রমন বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিভাগ থেকে বাড়ানো হয়েছে আরও ৪০টি শয্যা। বর্তমানে ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ জেনারেল হাসপাতালে সর্বমোট শয্যার সংখ্যা ৯০টি। এরমধ্যে শুধু সদরেই আক্রান্ত ১৫৮ জন।স্বাস্থ্যবিভাগ বলছে, জ্বর নিয়ে আক্রান্তদের মধ্যে ৬০ ভাগ রোগীর ডেঙ্গু শনাক্ত হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওযাতে দ্রুত বিস্তার ছড়াচ্ছে ডেঙ্গু অন্যদিকে জলাবদ্ধতায় ছড়াচ্ছে সংক্রমন-এমনটাই জানাচ্ছে স্বাস্থ্যবিভাগ।
ভোলার সিভিল সার্জন ডাঃ কেএমন শফিকুজ্জামান বলেন, এখন যে পরিস্তিতি আছে, আগস্ট ও সেপ্টম্বর মাসে আরো সংক্রমন বাড়তে পারে। তাই সংক্রমন রোধে সচেতনতা জরুরি। একই সাথে মশক নিধন অভিযান চালু রাখতে কবে।
চিকিৎসকরা জানিয়েছেন, শুরুর দিকে ঢাকা চট্রগ্রাম থেকে আগতরা ডেঙ্গু আক্রান্ত হলেও এখন স্থানীয়ভাবেই আক্রান্ত হচ্ছে ভোলার মানুষ। পরিবারের একজনের সংক মন হলেও সচেতনতার অভাবে অন্যদের দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গু।
এদিকে ডেঙ্গু নির্মূলে মশক নিধন অভিযান শুরু করেছে ভোলা পৌরসভা। ৬টি ফগার মেশিন ও ৩টি স্প্রে দিয়ে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে চলছে ডেঙ্গু নিধন অভিযান। ভোলায় ব্যাপক হারে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় চিন্তিত স্বাস্থ্যবিভাগ।
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মনিরুল ইসলাম বলেন, রোগীদের প্রয়োজনীয় সেবা দেয়া হচাছে। তবুও সচেতন হতে হবে মানুষ জনকে।
এদিকে ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের নিউমোনিয়া। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ৩ শতাধিক এবং মৃত্যু হয়েছে এক শিশুর।
ব্যাকটোরিয়া ও ভাইরাসজনিত এ দুই রোগ ছড়িয়ে পড়ায় হাসপাতালে রোগীদের চাপ। বর্তমানে হাসপাতালে ৪’শ রোগী ভর্তি থাকলেও ডেঙ্গু ও নিউমোনিয়া আক্রান্ত আছেন দেড় শতাধিক।
বাংলাদেশ সময়: ২২:২৫:২১ ১৫০ বার পঠিত | আক্রান্তডেঙ্গুভোলাস্বাস্থ্যবিভাগ