স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।
ভোলার লালমোহনে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ১৫ গ্রাম ওজনের একটি ইলিশ।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্য ঘাটে তসলিম নামে এক আড়তদার জেলেদের কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
আড়তদার তসলিম প্রতিদিনের বাংলাদেশকে জানান, স্থানীয় রাজ্জাক মাঝি সকালে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে যান। এ সময় এ রাজা ইলিশটি তার জালে ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য শুক্রবার দুপুরে ঘাটে আনেন। পরে ৭ হাজার ৫০০ টাকায় তিনি মাছটি কিনে নেন। লঞ্চে মাছটি ঢাকায় পাঠানো হয়েছে।
লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, ’নদীতে ডুবোচরের কারণে মাছ কম পাওয়া যাচ্ছে। মাছ কম পাওয়ায় তাই দামও বেশি। তবে ভালোভাবে বৃষ্টি নামলে নদীতে প্রচুর ইলিশ মিলবে। তখন মাছের দাম কমে আসবে। সাড়ে ৭ হাজার টাকায় যে মাছটি কেনা হয়েছে, এটি বড় আকৃতির একটি মাছ। জেলেদের জালে এ রকম ইলিশ সচরাচর ধরা পড়ে না ‘
বাংলাদেশ সময়: ২০:৫৭:৫৯ ১৩৭ বার পঠিত |