ভোলাবাণী বিনোদন ডেক্স।।
সুপারস্টার শাকিব খানের হাত ধরেই বড়পর্দায় এসেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিগত বছরগুলোতে ঈদের সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেত তাকেই। এমনকি চলতি বছর রোজার ঈদেও বড়পর্দায় জুটি বেঁধেছিলেন দুজনে। কিন্তু তার কিছুদিন পরই শাকিব খান বুবলীর সঙ্গে তার সব ধরনের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। এমনকি বুবলীর সঙ্গে সিনেমাতেও জুটি বাঁধবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শাকিব।

এদিকে এই কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বুবলীর দুটি সিনেমা। তবে কোনোটিতেই নেই শাকিব। তাই ঈদে সুপারস্টারকে মিস করছেন এই চিত্রনায়িকা। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘ক্যাসিনো’ সিনেমার প্রেস মিটে এসব কথা বলেন তিনি।বুবলী জানান, সিনেমা তাদের প্রফেশন। দিন শেষে তারা সবাই সহশিল্পী। সেই জায়গা থেকে সবার সঙ্গেই কাজ করতে হবে। নায়ক নিরব এই ছবিতে বুবলীকে নেওয়ার বিষয়ে শাকিব খানের সঙ্গে আলোচনা করে নিয়েছেন। তাই বুবলী মনে করেন, তিনি যেখানেই কাজ করেন না কেন, শাকিব খানের আশীর্বাদ থাকে।

শাকিবকে মিস করার বিষয়ে বুবলী বলেন, সততার সঙ্গে বলছি, অবশ্যই মিস করব। কেননা শাকিব আমার প্রথম নায়ক। তবে মিসিংটা একটু কমে গেছে। যেহেতু এবার ঈদে শাকিব খান তার সিনেমা নিয়ে থাকছেন।
বাংলাদেশ সময়: ৯:৩৫:১৭ ১২২ বার পঠিত | ঈদবুবলীসুপারস্টার শাকিব খান