শনিবার, ৩ জুন ২০২৩

ভোলায় শিক্ষার্থীসহ দুইজনের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » দৌলতখান » ভোলায় শিক্ষার্থীসহ দুইজনের মরদেহ উদ্ধার
শনিবার, ৩ জুন ২০২৩



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।

ভোলায় এক স্কুল শিক্ষার্থীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উভয় ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভোলায় শিক্ষার্থীসহ দুইজনের মরদেহ উদ্ধারএদের মধ্যে হাসি আক্তার সানজিদা (১৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে মো. মিজানুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধ গাছ থেকে আম পাড়তে গিয়ে মারা গেছেন।

শনিবার (৩ জুন) সকালে জেলার সদর উপজেলা ও দৌলতখান উপজেলায় পৃথক এ দুইটি ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হাসি আক্তার সানজিদা দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের মো. ইউছুফ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে মিজানুর রহমান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের মৃত বারেক হোসেনের ছেলে।

পুলিশ জানান, শুক্রবার বেলা ১টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সানজিদা আত্মহত্যা করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ শেবাচিম হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।

অন্যদিকে শহরের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে মিজানুর রহমান চাকুরি করতেন এবং সেখানের একটি রুমে তিনি থাকতেন। সকাল ১০টার দিকে রুমের পাশের একটি আম গাছ থেকে আম পাড়তে গিয়ে পা ফসকে তিনি নিচে পড়ে যান এবং তাঁর মাথা আঘাতপ্রাপ্ত হয়৷ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০:০৩:৫২   ১১০ বার পঠিত  |