গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন মনপুরায় আগুন লেগে এক ব্যবসায়ীর মুদি দোকান পুড়ে ছাই

প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন মনপুরায় আগুন লেগে এক ব্যবসায়ীর মুদি দোকান পুড়ে ছাই
বুধবার, ৩১ মে ২০২৩



মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা  প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় এক মুদি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আগুন লেগে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ওই ব্যবসায়ীর সমস্ত মালামাল ও টাকা পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। তবে কেউ হতাহত হয়নি।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ভূঁইয়ারহাটের দক্ষিণ পাশে বিকল্প সড়কের পাশে চৌমুহুনী মোড়ে মুদি ব্যবসায়ীর দোকানে এই ঘটনা ঘটে।

মনপুরায় আগুন লেগে এক মুদি ব্যবসায়ীর পুড়ে ছাই হয়ে যায় দোকান।

আগুনে পুড়ে যাওয়া মুদি ব্যবসায়ী হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মোঃ আবদুল মন্নান। তিনি একই দোকানে মুদি ব্যবসার পাশাপাশি পেট্রল, গ্যাস ও চা বিক্রি করতেন।
মুদি ব্যবসায়ী আবদুল মন্নান জানান, সকাল সাড়ে ১০ টায় মুদি দোকান খুলে গ্যাসের চূলা জ্বালানোর সাথে সাথে সাথে বিকট শব্দ হয়। তাক্ষনিক দেখতে পাই দোকানের সবখানে আগুন জ্বলছে। তাক্ষনিক দোকান থেকে বের হয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের কর্মীর এসে আধা ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসলেও পুরো দোকানটি পুড়ে ছাঁই হয়ে যায়। মুদি দোকানে মালামাল ও নগদ টাকা পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আবদুল মান্নান জানান, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে আগুন লেগে মুদি দোকানটি পুড়ে যায়। তবে দোকানে পেট্রল থাকায় আগুন নিয়ন্ত্রনে বেগ পেতে হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, আগুনে আবদুল মন্নান নামে এক মুদি ব্যবসায়ীর পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে।

বাংলাদেশ সময়: ২১:৪৫:০৯   ৭৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ