রবিবার, ২৮ মে ২০২৩

শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-এমপি শাওন

প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-এমপি শাওন
রবিবার, ২৮ মে ২০২৩



ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি।।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে মানুষ দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে। শনিবার শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-এমপি শাওন(২৭ মে) দুপুরে ভোলার লালমোহন উপজেলার অডিটোরিয়ামের হলরুমে স্মার্ট কর্মসংস্থান মেলা উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, গ্রামের যুব সমাজকে তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধি করে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এরই মধ্যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ দ্রুত স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

লালমোহন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ৭:০৬:৩৫   ৯৮ বার পঠিত  |